পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আনলক লাইভ : নদিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত 72 - রাজ্য লকডাউন লাইভ আপডেট

Unlock
আনলক 3

By

Published : Aug 9, 2020, 6:47 AM IST

06:10 August 09

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার  949 জন ৷ মৃত্যু হয়েছে 51 জনের ৷
  • দুর্গাপুর পৌরনিগমের 1 নম্বর বোরো অফিসে সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে সোয়াব পরীক্ষা করা হয় ।
  • কোরোনায় আক্রান্ত নদিয়ার চাপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক রুকবানুর রহমান ।
  • নদিয়ায় কোরোনায় আক্রান্ত পাঁচ BSF জওয়ান এবং চার পুলিশকর্মী । জেলায় নতুন করে মোট আক্রান্ত 72।

ABOUT THE AUTHOR

...view details