পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আনলক লাইভ : কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা - west bengal corona update

আনলক ৩
আনলক ৩

By

Published : Aug 6, 2020, 6:44 AM IST

06:04 August 06

state live

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আজ তার প্রথম দিন । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত 2 হাজার 816 জন ৷ মৃত্যু হয়েছে 61 জনের ৷
  • কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা। 10টি নতুন জায়গা যুক্ত হয়ে কনটেনমেন্ট জ়োন বেড়ে হল 40টি।
  • বুধবার দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 108 জন। মৃত্যু হয়েছে 3 জনের।
  • সাপ্তাহিক লকডাউনের নিয়ম ভেঙে কলকাতায় গ্রেপ্তার 851 জন। এদের মধ্যে 271 জনকে মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় গ্রেপ্তার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details