পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন আপডেট : বাঁকুড়ায় দু'দিনে কোরোনা আক্রান্ত 20 - unlock one

গ্রাফিক্স
গ্রাফিক্স

By

Published : Jun 26, 2020, 7:29 AM IST

06:11 June 26

কলকাতা, 26 জুন : লকডাউনের আজ 94 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কলকাতায় কোরোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 94 বছরের বৃদ্ধ
  • কোরোনামুক্ত হলেন পূর্ব মেদিনীপুরের আরও ছয় ব্যক্তি
  • কলকাতায় কোরোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে মোট তিনজন চিকিৎসকের মৃত্যু হল
  • মালদার পথসাথী ভবনকে COVID-19 হাসপাতাল বানাল জেলা প্রশাসন
  • রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 475 জন । যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি । মোটড আক্রান্তের সংখ্যা বেড়ে 15 হাজার 648 । তার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ছাড়াল পাঁচ হাজার
  • বাঁকুড়ায় দু'দিনে কোরোনা আক্রান্ত 20
  • কোরোনা সংক্রমণ জগদ্দল এবং ভাটপাড়া থানায়

ABOUT THE AUTHOR

...view details