লকডাউন আপডেট : রাজ্যে কনটেইনমেন্ট জ়োন বেড়ে 2455 - lockdown scenario of West bengal
গ্রাফিক্স
06:12 June 19
কলকাতা, 19 জুন : লকডাউনের আজ 87 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
- পুলিশ পরিবারে কোরোনা সংক্রমণ রুখতে ওয়েলফেয়ার সেলকে সক্রিয় থাকার নির্দেশ
- কোরোনার হানা এবার কলকাতা GPO-তে ৷ GPO-র সেভিংস বিভাগের এক কর্মী কোরোনা আক্রান্ত বলে জানা গেছে
- রাজ্যে কনটেইনমেন্ট জ়োন বেড়ে 2455
- কলকাতাসহ গোটা রাজ্যে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় শহরে নতুন করে 180টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে
- একদিকে মৃত সহকর্মীর স্মরণসভা ৷ অন্যদিকে অন্য দুই সহকর্মীর কোরোনা জয় করে ফেরা ৷ একসঙ্গে শোক ও খুশির আবহে কাটালেন কলকাতার পুলিশকর্মীরা
- কোরোনা প্রতিষেধক পরীক্ষায় নিজের শরীর ব্যবহারের সিদ্ধান্ত যুবকের । কোরোনার টিকা প্রয়োগে নিজের শরীর কার্যত দান করেছেন মালদার প্রত্যন্ত এক গ্রামের যুবক
- অশোক ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল, কোয়ারানটিনে 26 নেতাকর্মী-আধিকারিক
- কলকাতার কোরোনা পরিস্থিতি যাতে দিল্লি- মুম্বইয়ের মতো না হয়ে যায়, তার জন্য প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন । বলছেন রাজ্যে বেসরকারি হাসপাতালগুলি