লকডাউন আপডেট : আজ থেকে দিঘায় খুলছে হোটেল
গ্রাফিক্স
06:30 June 11
কলকাতা, 11 জুন : লকডাউনের আজ 79 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
- দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিঘা ৷ আজ থেকে হোটেল খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে
- কোরোনা মোকাবিলায় এবার থেকে দুই শিফটে কাজ করবেন রাজ্য সরকারের কর্মচারীরা । শহরে সীমিত পরিবহন ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
- রাজ্যে কোরোনা সংক্রমিত বেড়ে 9328