পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন আপডেট : পৌরকর্মীদের জন্য বাসের ব্যবস্থা কলকাতা পৌরনিগমের - unlock one

ছবি
ছবি

By

Published : Jun 10, 2020, 6:59 AM IST

Updated : Jun 10, 2020, 9:38 AM IST

09:37 June 10

কলকাতা, 10 জুন : লকডাউনের আজ 78 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • পৌরকর্মীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করল কলকাতা পৌরনিগম । চলবে মোট 11 টি বাস । রাজ্যের আটটি জেলা থেকে বাসগুলি চলাচল করবে
  • গত 24 ঘণ্টায় হাওড়ায় কোরোনায় মৃত 3 জন

06:14 June 10

  • নতুন করে পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত 14 জন । কাঁথি শহর ও শহরতলীতে কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর গতকাল শহরের বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করা হয়
  • শিলিগুড়িতে কোভিড হাসপাতালে মৃত্যু কোচবিহারের এক বাসিন্দার
  • কোরোনা মুক্ত হলেন গড়ফা থানার আরও এক কনস্টেবল
  • বংশীহারীতে সুস্থ হলেন দু'জন
  • রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করল অর্থ দপ্তর । কোরোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই নতুন নির্দেশিকা । তাতে বলা হয়েছে জ্বর-সর্দি-কাশি থাকলে সরকারি অফিসার কিংবা কর্মীদের অফিসে আসতে হবে না । কনটেইনমেণ্ট জ়োনের বাসিন্দা হলেও আসতে হবে না অফিসে । সেক্ষেত্রে বাড়ি বসে কাজ করা যাবে
  • আবার নতুন করে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত 9 জন পরিযায়ী শ্রমিক । আক্রান্তরা সম্প্রতি মহারাষ্ট্র ও দিল্লি থেকে পুরুলিয়ায় ফেরেন । এই নিয়ে পুরুলিয়ায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 83 -তে
  • শহরের বেশিরভাগ অটো রুটে বাড়তি ভাড়া নেওয়া অভিযোগ । যদিও বেশ কিছু মালিক অভিযোগ অস্বীকার করেন  । আবার কেউ বলেন যে যাত্রীরা না কি নিজে থেকেই দিচ্ছেন বাড়তি টাকা
  • একসঙ্গে 13 জন পুলিশ কর্মীর বদলি । প্রত্যেকেই কলকাতা পুলিশে কর্মরত ছিলেন । তাঁদের বদলি করা হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় । এই 13 জন কমব্যাট, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং RAF-এ কর্মরত ছিলেন
  • সবকিছু ঠিকঠাক থাকলে 15 জুন থেকে খুলতে পারে তারাপীঠ মন্দির
  • মালদা জেলায় কোরোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও  এক BSF  জওয়ান
  • আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের বাকি থাকা ১৫ টি বিষয়ের পরীক্ষা । তিনদিন ধরে চলবে পরীক্ষাগুলি
Last Updated : Jun 10, 2020, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details