কলকাতা, 28 অক্টোবর : কড়া নিরাপত্তা থাকলেও অব্যাহত ছিল শব্দবাজির তাণ্ডব। গতকাল নিয়মের তোয়াক্কা না করেই কলকাতাবাসীর একাংশ মেতে ওঠেন শব্দবাজিতে । বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পুলিশ কমিশনার অনুজ শর্মা । আজ সমস্ত বিভাগীয় DC ও থানার OC-দের নির্দেশ দিয়েছেন, কড়া হাতে শব্দ বাজির দাপট কমানোর ।
রাত বাড়তেই শব্দবাজি তাণ্ডব থাবা বসিয়ে ছিল গতকাল । এরই মাঝে ঘটে যায় বেহালা ও কসবার ঘটনা । বেহালার বিদ্যাসাগর হাসপাতালে যান পুলিশ কমিশনার অনুজ শর্মা । কথা বলেন মৃত বছর পাঁচেকের আদি দাসের পরিবারের লোকজনের সঙ্গে । গতরাতে বেহালার বড়িশায় আদি ঠাকুরমার হাত ধরে রাস্তায় হাঁটছিল । বাজি পোড়ানোর জেরে দৃশ্যমানতা কম ছিল ওই এলাকায় । হঠাৎই তীব্র গতিতে তুবড়ির খোল এসে বেঁধে আদির গলায় । ঠাকুরমার গায়ে ঢলে পরে সে । গলা দিয়ে ফিনকি দিয়ে ওঠে রক্তস্রোত । তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে । সেখানেই মৃত্যু হয় তার । ঘটনার কথা শুনে মুখ্যমন্ত্রী ফোন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে । বিষয়টি আসলে কী তা জানতে চান । আজ হরিদেবপুর থানা এই ঘটনায় দুই বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে । তাদের নাম বরুণ রায় ও বিজয় সরদার ৷