কলকাতা, 15 জানুয়ারি : বঙ্গ বিজেপিকে নতুনভাবে সাজাতে গিয়ে যত বিপত্তি ৷ নতুনদের ভিড়ে নাকি ব্রাত্য করে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পুরনো সৈনিকদের ৷ এমনই অভিযোগ তুলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়রা ৷ দলের সেই বিক্ষুব্ধ নেতারা আজ বৈঠকে বসলেন (Outraged BJP Leaders Meeting) ৷
আজ কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর একজোট হন ৷ দুপুর দু‘টো নাগাদ সেখানেই শুরু হয় বৈঠক ৷ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ঠাকুরের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে । বৈঠকে আছেন 5 মতুয়া বিধায়ক, সুব্রত ঠাকুর, মুকুটমণি অধিকারী, অসীম সরকার, অশোক কীর্তনীয়া ও অম্বিকা রায় । বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতাদের মধ্যে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহা, রীতেশ তিওয়ারি । বিজেপির একাধিক সাংগঠনিক প্রাক্তন জেলা সভাপতিরাও উপস্থিত ।
বিজেপি সূত্রে খবর, বিক্ষুব্ধ গোষ্ঠীর এই বৈঠক ঘিরে আলোড়ন শুরু হয় দলের অন্দরে ৷ ড্যামেজ কন্ট্রোলের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ফোন করেছিলেন একাধিক বিক্ষুব্ধ নেতাকে । সূত্রের দাবি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে শান্তনু ঠাকুরকে ফোন করেছিলেন এই বৈঠক না করার জন্য । কিন্তু তাতেও কাজ হয়নি ৷ দুপুর দুটো নাগাদ রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একজোট হয়ে শুরু হয় এই বৈঠক (outraged bengal bjp leaders meeting at kolkata port trust guest house) ৷