কলকাতা, 19 অগাস্ট : COVID-19-এর প্রকোপের মধ্যেই ক্যান্সারের চিকিৎসায় কলকাতায় চালু হচ্ছে হাসপাতালের নতুন ক্যাম্পাসের পরিষেবা । আজ থেকে এই পরিষেবা চালু হচ্ছে রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)-এর নতুন ক্যাম্পাসে । তবে, আপাতত ক্যান্সারের চিকিৎসায় এখানে চালু হচ্ছে আউটডোর পরিষেবা ।
হাজরায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)-এ রোগীর চাপ বেড়ে যাওয়ায় এবং ক্যান্সারের চিকিৎসায় পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ আর্থিক সহায়তায় রাজারহাটে CNCI-এর সেকেন্ড ক্যাম্পাস গড়ে তোলা হয় । নতুন এই ক্যাম্পাসে যখন পুরোদমে পরিষেবা চালু হয়ে যাবে, তখন এখানে অত্যাধুনিক মানের চিকিৎসার জন্য 460টি বেড থাকবে । এই সেকেন্ড ক্যাম্পাসে বর্তমানে COVID-19 রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এই ক্যাম্পাসের পৃথক বিল্ডিংয়ে আজ থেকে আউটডোর পরিষেবা চালু করছে CNCI ।