কলকাতা, 23 ডিসেম্বর:পাখির চোখ লোকসভা নির্বাচন ৷ খুঁটি শক্ত করতে সাজানো হল বঙ্গ বিজেপির সাংগঠনিক জোন ৷ রদ-বদলের পর নতুন দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েট নেতৃত্ব ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ৷ রদবদলের কে কোন দায়িত্ব পেয়েছেন তার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে ।
বৈঠক শেষেই জানানো হয়েছে কলকাতা সাংগঠনিক জেলার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল এবং সহ-আহ্বায়ক হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কলকাতা মহানগর বিভাগের আহ্বায়ক হচ্ছেন দীপাঞ্জন গুহ এবং সহ-আহ্বায়কের হচ্ছেন সজল ঘোষ। দক্ষিণ পরগনার আহ্বায়ক হচ্ছেন নবারুণ নায়ক এবং সহ-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দীপঙ্কর জানা । পাশাপাশি দায়িত্ব বেড়েছে লকেট চট্টোপাধ্যায়েরও ৷ রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলার আহ্বায়ক হচ্ছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ দু’জন সহ-আহ্বায়ক আছেন । এছড়াও পুরুলিয়ার সাংগঠনিক আহ্বায়ক পদের দায়িক্ব পাচ্ছেন শ্যামাপদ মণ্ডল ৷ থাকছে একজন সহ-আহ্বায়কে । অন্যদিকে বর্ধমান বিভাগের আহ্বায়ক হচ্ছেন বিদ্যাসাগর চক্রবর্তী এবং আর একজন সহ-আহ্বায়ক থাকছেন।
হাওড়াতেও বেশ কিছু সাংগঠনিক বদল এসেছে পদ্ম শিবিরে ৷ বৈঠকের পরই হাওড়া, হুগলি ও মেদিনীপুর সাংগঠনিক জেলার আহ্বায়কের নাম জানানো হয়েছে ৷ দুই মেদিনীপুরের আহ্বায়কের দায়িত্ব পেয়ছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং উমেশ রাই ৷ এছাড়াও আগের মতোই একজন করে সহ-আহ্বায়ক থাকবেন ৷ হাওড়া ও হুগলি বিভাগের আহ্বায়ক হচ্ছেন সুশান্ত কুমার বেরা এবং একজন -সহ আহ্বায়ক আছেন ।