কলকাতা, 30 মে: মহিলা মোর্চার নয়া সভানেত্রী পদে নিযুক্ত হয়েছেন ফাল্গুনী পাত্র । নতুন সভানেত্রীর অধীনে কাজের জন্য নিযুক্ত করা হল মহিলা মোর্চার নতুন দল । বঙ্গ বিজেপির তিনটি সাংগঠনিক জোন মিলিয়ে এই নতুন দলে যুক্ত হয়েছেন 18 সদস্য । বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার তরফে।
উল্লেখ্য, মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে ফাল্গুনী পাত্রকে । আর বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে যখন একজন সভানেত্রীকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় নতুন সভানেত্রীকে তখন আগের মহিলা মোর্চার সদস্যদের মধ্যে রদবদল হয় । এই নিয়ম অনুসারে আনা হল নতুন সদস্যদের।
ভারতীয় জনতা দলের সাংগঠনিক নিয়ম মেনে জেলার ভিত্তিতে 18 জন নতুন সদস্যকে স্টেট কমিটিতে যুক্ত করা হয়েছে । এঁদের মধ্যে থেকে সাত জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন । তিনজন সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রটারি পদের দ্বায়িত্ব পেয়েছেন । ছ’ জন সম্পাদক বা সেক্রেটারি পদে বহাল থাকবেন । একজন ট্রেজারার এবং একজনকে অফিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত ৷ এছাড়াও আরও বেশ কয়েকজনকে জোন কনভেনর, বিভাগ কনভেনর এবং বিশেষ আমন্ত্রিত বা স্পেশাল ইনভাইটি হিসেবে রাখা হয়েছে । স্পেশাল ইনভাইটি হিসেবে 16 জন সদস্যকে যুক্ত করা হয়েছে ।