কলকাতা, 26 এপ্রিল: একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজ্য তথা রাজ্য রাজনীতি ৷ এমনই আবহে রাজভবনে পৌঁছল উপাচার্য নিয়োগ সংক্রান্ত অর্ডিন্যান্স ৷ স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে গঠিত সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্স মঞ্জুরীর জন্য রাজ্যপালের কাছে পাঠানো হল ৷ এই সার্চ কমিটিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর ৷
জানা গিয়েছে, এই বদলের জন্য রাজভবনের সঙ্গে আলোচনা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসির সুপারিশ মেনে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটিতে সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই অর্ডিন্যান্সের দ্রুত অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাল সরকার ৷
মন্ত্রিসভায় উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 24 এপ্রিল, সোমবার উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে 3 সদস্যের বদলে 5 জন করা নিয়ে দ্রুত অর্ডিন্যান্স আনার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা ৷ এক্ষেত্রে আগামী দিনে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের জন্য পুরনো নিয়ম আবারও চালু করা হচ্ছে ৷ কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে সদস্য সংখ্যা 5 থেকে 3 জন করা হয়েছিল ৷