কলকাতা, 1 সেপ্টেম্বর:গত এক বছরে বহু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতিদের দেওয়া বিভিন্ন রায়ের ভিত্তিতে সেগুলি বিশ্লেষণ করে সেরা রায়গুলির একটি তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার হাইকোর্টের তরফে প্রকাশিত বইয়ে বিচারপতিদের নাম ধরে ধরে তাঁদের দেওয়া গত এক বছরের সেরা রায়গুলির এক তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সব বিচারপতিদের একটি করে সেরা রায় রয়েছে এই তালিকায় ৷ সেই তালিকার অন্যতম সেরা রায় হিসেবে উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি রায় ৷
রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই রায়কেই গত একবছরে তাঁর দেওয়া সেরা বলে এই তালিকায় উল্লেখ করা হয়েছে ৷ উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতেই পরবর্তীতে এই মামলার সঙ্গে যুক্ত হয় ইডি ৷ গ্রেফতার হন এই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রমুখ ৷