কলকাতা, 15 মার্চ: বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট ও এজলাসে ঢোকার দরজা আটকে বিক্ষোভের ঘটনায় তৃণমূলপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় আজ অভিযুক্ত আইনজীবীদের নাম গোপন খামে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চে জমা করার নির্দেশ দেওয়া হল ৷ বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি আইপি মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে উল্লেখ করে সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত যাঁদের নাম পাওয়া গেছে, সেগুলি গোপনীয়ভাবে আদালতে জমা করতে হবে (Justice Rajasekhar Mantha Poster Case) ৷
অন্যদিকে হাইকোর্ট চত্বরে ও বিচারপতি রাজা শেখর মান্থার বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর ঘটনা নিয়েও এদিন পুলিশকে একটি নির্দেশ দিয়েছে 3 সদস্যদের বিশেষ বেঞ্চ ৷ উল্লেখ্য, বিচারপতি রাজা শেখর মান্থার বিরুদ্ধে সেই পোস্টারে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছিল ৷ সেই ঘটনায় পুলিশ 6 জনের নাম আগেই জানিয়েছিল আদালতে ৷ এবার সেই 6 জনকে আগামী শুনানির দিন আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন 3 বিচারপতির বিশেষ বেঞ্চ ৷
উল্লেখ্য, হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভ এবং এজলাস বয়কটের ঘটনার শুনানিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী অরুণাভ ঘোষ নিজে উপস্থিত ছিলেন ৷ গত 9 জানুয়ারির ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের নাম মুখবন্ধ খামে বেঞ্চের কাছে জমা দেওয়ার আর্জি জানান তিনি ৷ তাঁর সেই আবেদনে সম্মতি দিয়েছে, কলকাতা হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ ৷