কলকাতা, 12 মে: কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে অবসরপ্রাপ্ত দুই আইপিএসকে রেখে সিট গঠন করায় বিচারপতি রাজশেখর মান্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিলেন রাজনৈতিক নেতা ।শুক্রবার আদালতে বিষয়টি উত্থাপন করেন এক আইনজীবী । এই ঘটনায় আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানালেন বিচারপতি রাজশেখর মান্থা ।
এই বিষয়ে বিচারপতির মন্তব্য, কেউ যদি নিজের সম্মান নিজে নষ্ট করেন, তাহলে আদালত কী করবে । কেউ কেউ আদালতকে অসম্মান করতে গিয়ে যে নিজেদের অসম্মান করছেন সেটা বুঝতে পারছেন না ৷ অথবা বুঝলেও সেটাই করে চলেছেন । কোর্ট তো আলাদা আলাদা করে সবাইকে বিধি শেখাবে না।
এরপরে বিচারপতি আইনজীবীকে অনুমতি দেন, যদি বিহিত চান, তাহলে আলাদা করে আবেদন করুন । কোর্ট বিবেচনা করবে । প্রসঙ্গত, কুণাল ঘোষ বৃহস্পতিবার আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । সেই প্রসঙ্গ তুলে এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।