কলকাতা, 8 ডিসেম্বর: উত্তরবঙ্গের গ্রামগুলোকে স্বনির্ভর করতে এবং গ্রামের মানুষদের আয়ের সুযোগ করে দিতে শুরু হতে চলেছে পঞ্চম হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল(Orange festival to start in Kolkata from 9 December)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হয়েছে ৷ এশিয়ার বৃহত্তম হিমালয় গ্রামীণ পর্যটন উৎসব শুরু হচ্ছে আগামী 9 ডিসেম্বর, চলবে 11 ডিসেম্বর পর্যন্ত । সিটি সেন্টারে দুপুর 2টো থেকে শুরু হবে এই মেলা ।
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম কনজারভেশন (ACT) এর উদ্যোগে 2010 সালে প্রথমবার অনুষ্ঠিত হয় । ওই বছর পশ্চিমবঙ্গের বর্তমান কালিম্পং জেলার সামসিংয়ে অনুষ্ঠিত হয়েছিল । প্রতিবছর বহু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে যান । তাই 2014 সালে এই উৎসব কলকাতায় অনুষ্ঠিত হয় । তারপর থেকে এক বছর অন্তর এই উৎসব হয়ে আসছে । মাঝে করোনার জেরে বন্ধ থাকার পর এই বছর আবারও কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব ।
মূলত উত্তরবঙ্গের পাঁচটি জেলা এবং পূর্ব নেপাল, সিকিম ও অরুণাচল প্রদেশের একাধিক গ্রামের ছোট ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করবেন । পাশাপাশি বিদেশি একাধিক স্টলও থাকছে ।
Orange Festival: উত্তরবঙ্গের গ্রাম্য পর্যটনকে উজ্জীবিত করতে শুরু হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ গ্রামীণ মেলা - হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল
কলকাতায় শুরু হতে চলেছে কমলা মেলা(Orange Festival)৷ মানে কমলালেবুর উৎসব ৷ আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 11 ডিসেম্বর ৷
![Orange Festival: উত্তরবঙ্গের গ্রাম্য পর্যটনকে উজ্জীবিত করতে শুরু হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ গ্রামীণ মেলা Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17151034-thumbnail-3x2-lebu.jpg)
কলকাতায় শুরু হতে চলেছে কমলা মেলা
কমলা উৎসব নিয়ে অ্যাসোসিয়েশন ফর ট্যুরিজম অ্যান্ড কনজারভেশনের আহ্বায়ক রাজ বসুর বক্তব্য