কলকাতা, 15 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) 2019-র প্রতিবাদে প্রথম থেকেই সরব বিরোধীরা ৷ এই ইশুতে প্রতিবাদের জন্য বিরোধীদের ঐক্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ তবে, বিরোধীদের মধ্যে ঐক্য না থাকলেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলেও মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷
কলকাতায় CAA, নাগরিকপঞ্জি (NRC), NPR-র প্রতিবাদের বিষয়ে নিজের মত জানালেন অমর্ত্য সেন ৷ বলেন, "যে কোনও ধরনের প্রতিবাদের জন্যই বিরোধীদের ঐক্য গুরুত্বপূর্ণ ৷ তাহলে প্রতিবাদ আরও সহজ হবে ৷ প্রতিবাদ কোনও উপযুক্ত কারণের জন্য হলেসেক্ষেত্রে ঐক্য থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷" তবে, ঐক্য না থাকলেও প্রতিবাদ বন্ধ করা যাবে না বলেই মনে করেন অমর্ত্য সেন ৷ বলেন, "ঐক্য প্রতিবাদকে সহজ করে ৷ কিন্তু, ঐক্য না থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷"