পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ বিরোধীদের - Abdul mannan

রাজ্যে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে । সেদিকে নজর নেই স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাই আগামীকাল বিধানসভার সামনে অবস্থান-বিক্ষোভে বসছে রাজ্যের দুই বিরোধী দল ।

Opposition party showing protest in front of the assembly
Opposition party showing protest in front of the assembly

By

Published : Jul 15, 2020, 10:34 PM IST

কলকাতা, 15 জুলাই : টানা 100 দিন সময় পাওয়ার পরেও রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল । একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্টের নেতারা । তবুও মুখ্যমন্ত্রীর নজরে আসেনি রাজ্যের বেহাল স্বাস্থ্য অবস্থা । আগামীকাল চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিধানসভার প্রবেশদ্বারে অবস্থান-বিক্ষোভ করবেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । কলকাতা এবং সংলগ্ন এলাকার কংগ্রেস এবং বামফ্রন্টের বিধায়করা আগামীকালের বিক্ষোভ-অবস্থানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ।

লকডাউনের নিয়ম মেনেই অবস্থান-বিক্ষোভ হবে বিধানসভার প্রবেশদ্বারে । আগামীকাল বেলা 12 টা থেকেই শুরু হবে অবস্থান-বিক্ষোভ । বিকেল 5 টা পর্যন্ত লাগাতার বিক্ষোভ চলবে, বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

সুজন চক্রবর্তী এবিষয়ে বলেন, “লকডাউনের নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে পথে নামবে বিরোধীদল । কোনও মিছিল বা সমাবেশ হবে না । বিধানসভার প্রবেশদ্বারে অবস্থান-বিক্ষোভে বসবে বিরোধীরা ।” হুঁশিয়ারি দিয়েছেন, এরপরও যদি সরকারের টনক না নড়ে, তাহলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করবেন ।

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানান, কোরোনা ভাইরাসের আক্রমণের প‍র চিকিৎসা না পেয়ে রাজ্যের বহু মানুষ মারা যাচ্ছেন । তিন তিনটে হাসপাতাল ঘুরে স্ট্রেচারেই পড়ে থাকা বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অশোক রুইদাসের । মেডিকেল কলেজের সামনে মৃত্যু হয়েছে ২৬ বছরের এক যুবকের । একের পর এক মানুষ যখন কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তখনও রাজ্য সরকারের হুঁশ ফেরেনি ।

তিনি অভিযোগ করেছেন, কোরোনা ভাইরাস শনাক্তকরণের জন্য টেস্ট হচ্ছে না । হাসপাতালের শয্যা নিয়েও মিথ্যাচার করছে রাজ্য সরকার । রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর থেকে ইস্তফা চেয়েছেন আবদুল মান্নান এবং সুজন চক্রবর্তী । আগামীকালের বিক্ষোভে কার্যকরী না হলে, এরপরে তারা নবান্নে অবস্থান-বিক্ষোভের জন্য প্রস্তুতি নেবেন ।

ABOUT THE AUTHOR

...view details