কলকাতা, 15 জুলাই : টানা 100 দিন সময় পাওয়ার পরেও রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল । একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্টের নেতারা । তবুও মুখ্যমন্ত্রীর নজরে আসেনি রাজ্যের বেহাল স্বাস্থ্য অবস্থা । আগামীকাল চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিধানসভার প্রবেশদ্বারে অবস্থান-বিক্ষোভ করবেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । কলকাতা এবং সংলগ্ন এলাকার কংগ্রেস এবং বামফ্রন্টের বিধায়করা আগামীকালের বিক্ষোভ-অবস্থানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ।
লকডাউনের নিয়ম মেনেই অবস্থান-বিক্ষোভ হবে বিধানসভার প্রবেশদ্বারে । আগামীকাল বেলা 12 টা থেকেই শুরু হবে অবস্থান-বিক্ষোভ । বিকেল 5 টা পর্যন্ত লাগাতার বিক্ষোভ চলবে, বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।
সুজন চক্রবর্তী এবিষয়ে বলেন, “লকডাউনের নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে পথে নামবে বিরোধীদল । কোনও মিছিল বা সমাবেশ হবে না । বিধানসভার প্রবেশদ্বারে অবস্থান-বিক্ষোভে বসবে বিরোধীরা ।” হুঁশিয়ারি দিয়েছেন, এরপরও যদি সরকারের টনক না নড়ে, তাহলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করবেন ।