কলকাতা, 7 নভেম্বর: আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 10 শতাংশ সংরক্ষণ বৈধ (EWS Reservation) । সোমবারই ঐতিহাসিক রায় দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court) । পশ্চিমবঙ্গের শাসক থেকে বিরোধী, এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে সবাই ।
প্রসঙ্গত, 2019-এর লোকসভা ভোটের (Lok Sabha Elections 2019) আগে দেশের আর্থিকভাবে দুর্বলদের জন্য 10 শতাংশ সংরক্ষণ চালু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এর বিরুদ্ধে শীর্ষ আদালতে 40টির বেশি পিটিশন জমা পড়ে । এবং সে সময় এই পিটিশনগুলোর একটা অংশে বড় প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল, তাহলে কি এবার জাত পাত নয়, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণী আর উচ্চবিত্ত এই মানদণ্ডে সংরক্ষণতে বিভাজন করা হবে ? তাহলে কি সংসদ এমন জায়গায় নাক গলাচ্ছে, যেখানে তাদের নাক গলানোর কথা নয় ? তাহলে কি কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের যে প্রাথমিক কাঠামোকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ? সোমবার রায়দানের সময়, সংখ্যাগরিষ্ঠ বিচারপতি জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সিদ্ধান্তে কোনও ধরনের অসুবিধা হয়নি ।
2024-এ লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ তার আগে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ যা শুরু হচ্ছে চলতি মাসে হিমাচল প্রদেশকে দিয়ে ৷ গুজরাতে আগামী মাসে ভোট ৷ নির্বাচনের আগে সংরক্ষণ নিয়ে এই রায় স্বাভাবিকভাবে স্বস্তি দিয়েছে বিজেপিকে (BJP) ৷ অন্যদিকে ভোটব্যাংকের কথা মাথায় রেখে বিরোধীরা এই নিয়ে সমালোচনার পথে হাঁটতে চাইছে না ৷
তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এই রায়কে স্বাগত জানিয়েছে । তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায় । শুধু জাতির ভিত্তিতে নয়, অর্থনৈতিক অবস্থার ভিত্তিতেও সংরক্ষণ দেওয়া হবে । এটা করার ফলে দেশের গরিব মানুষ উপকৃত হবেন ।’’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই সংরক্ষণের সিদ্ধান্ত সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছিল ৷
সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি, তাদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের যথার্থই ছিল । সে কথা আমরা আগেও বলেছি । আজ সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে । যখন এই সংরক্ষণ নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক হয়, তখন একটা কথা আমরা বারেবারেই প্রকাশ্যে এনেছিলাম, সামাজিক ভিত্তিগুলির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ভিত্তিটাকেও দেখা উচিত । তার ভিত্তিতেই পরবর্তীতে সংশোধনী আনা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তা বৈধতা পেল ।’’