কলকাতা, 20 মে: বাম আমল হলে এক মিনিটে রোগী ভরতি করিয়ে দিতেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের এই হুঁশিয়ারিতে হইচই পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে ৷ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম নিয়ে এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বাংলার শাসক দল ৷ ফলে এই ইস্যুতে মদন মিত্রের থেকে কার্যত দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ৷ আর তা দলের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় স্পষ্ট ৷ তিনি বলেন, "যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন । মদন মিত্রর মুখে হঠাৎ করে সিপিএমএর জয়গান কেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন ।"
কিন্তু এসএসকেএম হাসপাতালে দালালরাজ নিয়ে যে অভিযোগ মদন মিত্র তুলেছেন, সেই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "কীরকম উন্নয়ন চলছে তা মদন মিত্রের কথাতেই বোঝা যাচ্ছে । আজকে তো শুনলাম । দেখলাম টিভিতে । মদন মিত্র এসএসকেএমের পরিষেবা নিয়ে কী বলেছেন । কিন্তু এসএসকেএম নিয়ে তো রাজ্যজুড়ে নানা কর্মযজ্ঞের কথা তুলে ধরা হয় । মদন মিত্র তো তৃণমূল নেতা । নতুন করে কী বলব ।"
বিজেপির চিকিৎসক নেতা তথা যুব মোর্চার সভাপতি ড. ইন্দ্রনীল খানের বক্তব্য, গত 12 বছর ধরে রোগীরা এসএসকেএম-এ ভরতি হতে না পেরে ফিরে যাচ্ছেন । হাসপাতালে নাকি বেড নেই। প্রতিদিনের এই এক ছবি । এতদিন পরে সেটা মদন মিত্র বলেছেন । এই জন্য তাঁকে ধন্যবাদ জানানো উচিত । উনি এই হাসপাতালের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন । বহু সময় তিনি রোগীদের ওই হাসপাতালে ভর্তি করেছেন । তিনি ওই এলাকার মানুষ । তাই এই বিষয়টি যদি আগে বলতেন, তাহলে হয়তো মানুষের উপকার হতো । কারণ, যাঁরা ওখানে যাচ্ছেন, তাঁদেরও এই বিষয়টা জানা দরকার ।