কলকাতা, 27 অগস্ট : সাতটি বিধানসভা কেন্দ্রে তড়িঘড়ি উপনির্বাচন সেরে ফেলার জন্য নির্বাচন কমিশনে দরবার করছেন রাজ্যের শাসকদলের নেতারা । তাঁদের দাবি করোনার গ্রাফ এখন নিম্নমুখী । তাই বকেয়া উপনির্বাচন সেরে ফেলার এটাই উপযুক্ত সময় । এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
শাসক দলের এই তৎপরতার সমালোচনা করছেন বিরোধী দলের নেতারা ৷ কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বামনেতা সুজন চক্রবর্তী ৷ বৃহস্পতিবার বামনেতা বলেন, "রাজ্যের করোনার গ্রাফ নিম্নমুখী বলে দাবি করা হচ্ছে । অথচ ট্রেন চালানোর সবুজ সংকেত দেওয়া যাচ্ছে না । স্কুল কলেজ খোলা যাচ্ছে না । বাজার দোকানের ক্ষেত্রে বিধিনিষেধের লক্ষ্মণরেখা তোলা হয়নি । বিয়েবাড়ি আয়োজনে 50 জনের বেশি জমায়েতের অনুমতি নেই । এমনকি কোনও প্রতিবাদ কর্মসূচি নিলে মহামারি আইন প্রয়োগ করা হচ্ছে ।"