কলকাতা, 20 অক্টোবর:সিদ্ধার্থশংকর রায়ের জন্মবার্ষিকীতে (SS Ray birth anniversary) বিধানসভায় অনুপস্থিত বিরোধীরা । বৃহস্পতিবার তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর 102তম জন্মদিন । এই উপলক্ষে বিধানসভায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন অধ্যক্ষ ।
প্রসঙ্গত, এখন বিরোধী দলকে রাজ্য বিধানসভার (Assembly speaker) আয়োজিত অধিকাংশ অনুষ্ঠানেই দেখতে পাওয়া যায় না । আগেও এই নিয়ে কখনও অধ্যক্ষকে, কখনও পরিষদীয় মন্ত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে । বৃহস্পতিবার আর একবার তারই পুনরাবৃত্তি দেখল রাজ্য বিধানসভা । এ দিন সেখানে বিজেপির প্রতিনিধিত্ব দেখতে না পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন অধ্যক্ষ ।
ঠিক কী বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ? তিনি বলেন, "সিদ্ধার্থশংকরের (Siddhartha Shankar Ray) জন্মদিনে কোনও বিরোধী দলই আগে এমনটা করেনি । বাম ও কংগ্রেসের প্রতিনিধি নেই, আমার খারাপ লাগছে । মানুষ তাদের উপর ভরসা রাখতে পারেনি । তাদের প্রতিনিধিত্ব থাকলে ভালো হত । গত বছর বিধানসভা ভোট হয়েছিল সম্পূর্ণ সুস্থ ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে । তা সত্ত্বেও বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি আসেননি বিধানসভায় । কিন্তু যাঁরা আছেন, তাঁরা কেন এলেন না বুঝতে পারছি না ।"