পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনে শুভেন্দু, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ

দুপুর তিনটের সময় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন বলে টুইট করেছিলেন শুভেন্দু ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন তিনি ৷

suvendu-adhikari
suvendu-adhikari

By

Published : Jun 2, 2021, 4:05 PM IST

Updated : Jun 2, 2021, 5:22 PM IST

কলকাতা, 2 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আজ দুপুরে রাজভবনে পৌঁছান তিনি ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন তিনি ৷

রাজভবনে যাওয়ার কথা আগেই টুইট করে জানিয়েছিলেন শুভেন্দু ৷ দুপুর তিনটের সময় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন বলে টুইট করেছিলেন ৷ রাজ্যের কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন ৷ এরপরই রাজভবনে পৌঁছান তিনি ৷ শুভেন্দু রাজভবনে ঢোকার কিছুক্ষণ পর টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লেখেন, "রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে বিবৃতি জমা দিয়েছেন তিনি ৷"

আলাপন বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়া নিয়ে গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ দুটি বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন শুভেন্দু ৷ আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা নিয়ে তাঁর কটাক্ষ, "করদাতাদের টাকা লুট করা তৃণমূল কংগ্রেসের শখ ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মাসে আড়াই লক্ষ টাকা মাইনে দিয়ে নিয়োগ করা হয়েছে প্রাক্তন মুখ্যসচিবকে ৷ এই টাকা আরও ভাল ভাবে খরচ করা যেত ৷" পাশাপাশি তাঁর অভিযোগ, এছাড়া যশ সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীকে এড়িয়ে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

রাজভবনে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Last Updated : Jun 2, 2021, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details