কলকাতা, ৩১ মার্চ: এবার কি গৃহবন্দী মানুষ বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাবেন ? আজ তেমনই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । কোরোনা ভাইরাসে ত্রস্ত, লকডাউনে ঘরবন্দী মানুষকে বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়ার জন্য আবেদন জানান তিনি ।
গতকাল সন্ধ্যায় টেলিফোনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে আগেই বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আবদুল মান্নান বলেছেন, “বিশ্বব্যাপী সাম্প্রতিক নজিরবিহীন মহামারীর প্রতিরোধে সমগ্র দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আমাদের রাজ্য ও দলমত নির্বিশেষে সকলেই এই মহামারী থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের পাশে রয়েছে । রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে । এর জন্য লকডাউনের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তাই ঘরবন্দী মানুষের মানসিক অবসাদ দূর করতে বৈদ্যুতিন মাধ্যমই একমাত্র বন্ধুর ভূমিকা পালন করে চলেছে ।“
বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়া হোক, দাবি আবদুল মান্নানের
কোরোনা ভাইরাসে ত্রস্ত, লকডাউনে ঘরবন্দী মানুষকে বিনামূল্যে কেবল পরিষেবা দেওয়ার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।
তিনি আরও বলেন, “সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে ঘরবন্দী মানুষ টিভি চ্যানেলের ওপর নির্ভরশীল । যদিও লকডাউনের কারণে বহু মানুষ আজ কর্মহীন । দিনমজুর, ক্ষেতমজুর, নির্মাণ শ্রমিক, বাড়িতে কাজে নিযুক্ত পরিচারিকা, রিকশা চালক সহ অসংখ্য অসংগঠিত শ্রমিকদের আজ কোনও রোজগার নেই । তাই কেবল টিভির সংযোগ চালু রাখতে টাকা দেওয়ার ক্ষমতা নেই । আর টাকা দিতে না পারলে কেবল লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা জানিয়েছে কেবল লাইনের মালিকেরা ।“ এই নিয়ে অনেকেই তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন আব্দুল মান্নান ।
যারা এখন টাকা দিতে পারবেন না তাঁদের কেবল লাইনের সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি । পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘরবন্দীর নির্দেশ কঠোরভাবে কার্যকর করতেও অনুরোধ জানিয়েছেন মান্নান ।