পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Oppn on Governor-State Clash: ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত, সমালোচনার ঝড় বিরোধীদের - সিপিএম নেতা সুজন চক্রবর্তী

যতদিন যাচ্ছে বেড়েই চলেছে রাজ্যপাল ও রাজ্যের সংঘাত ৷ একে ওপরকে আক্রমণ করতে পিছপা হচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল সিভি আনন্দ বোস কেউই ৷ আর তাঁদের এই সংঘাতকে তীব্র কটাক্ষ করল বিরোধী শিবির ৷

Oppn on Governor State Clash
সমালোচনার ঝড় বিরোধীদের

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 6:09 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না ৷ চলছে আক্রমণ পালটা আক্রমণের পালা ৷ রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত থামার লক্ষণই নেই ৷ এই আবহে এবার বিরোধীদের তরফে ধেয়ে এল কটাক্ষের ঢেউ ৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন, "বাংলায় শিক্ষা-সংস্কৃতিকে সর্বনাশ করার জন্য এটা একটা অত্যন্ত নিকৃষ্ট মনের ঝগড়া। যেটার কোনও মানে হয় না বা প্রয়োজন নেই । রাজ্যপাল যেমন বেঠিকভাবে চলছেন, ঠিক তেমনই রাজ্য সরকারও সেই বেঠিকভাবে চলার পথ প্রশস্ত করে দিচ্ছে । এটা রাজ্যপাল বা রাজ্য সরকারের সংঘাত নয় । রাজ্য সরকার বা রাজ্যপালের সংঘাত হবে আইন-নীতি নিয়ে । প্রশাসনিক ব্যবস্থা নিয়ে । এটা সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে নিকৃষ্ট মনের ঝগড়া । ক্ষমতার ঝগড়া । রাজ্যের মুখ্যমন্ত্রী আচার্য হতে চান । রাজ্যপালও আচার্য হয়ে ক্ষমতার দম্ভ দেখাতে চান । রাজ্য সরকারের কোনও অধিকার নেই, তেমনই রাজ্যপালকেও একতরফাভাবে অযোগ্যদের নিয়ম না-মেনে ভিসি পদে বসানোর অধিকার কে দিয়েছে । নিজের খেয়াল খুশির মত কাজ করার অধিকার নেই রাজ্যের ।"

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, রাজ্যের শিক্ষামন্ত্রী পুরো ঔরঙ্গজেবের মত ভূমিকা পালন করছেন। এটাই তো তৃণমূল, এটাই রাজ্য সরকার । রাজ্যপাল তাঁর সাংবিধানিক অধিকার বলে কাজ করছেন । কিন্তু সাংবিধানিক গাইডলাইন অনুযায়ী সরকার চলতে পারে না। এ সরকার চলতে দেওয়া যায় না । এই সরকারের যাওয়ার সময় হয়ে এসেছে । যাওয়ার বেলায় এই সমস্ত নোংরা, কদর্য ভাষায় অসংবিধানিক আক্রমণ করছে । নাট্য ব্যক্তিত্ব বাংলার শিক্ষার সংস্কৃতিকে কলুষিত করছে । অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা শিক্ষামন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "উনি টুইটে কী বললেন শুধুমাত্র একাই জানে । আর কেউ জানে না । একজন অশিক্ষিত অপসংস্কৃতির লোক শিক্ষামন্ত্রীর গদিতে বসেছে ।"

প্রসঙ্গত, একতরফাভাবে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 'তুঘলকের' সঙ্গে তুলনা করেছিলেন । পালটা শনিবার রাত পর্যন্ত নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল । তিনি বলেন, "আমি আমার কাজের জন্য গর্বিত । আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন । দেখুন কী পদক্ষেপ নেওয়া হয় ।"

আরও পড়ুন:'মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী করতে চলেছি'; ব্রাত্যকে পালটা হুঁশিয়ারি রাজ্যপালের

তবে রাত পর্যন্ত অপেক্ষা না করে বিকেলেই সিভি আনন্দ বোসকে আক্রমণ শানান ব্রাত্য বসু ৷ রাজ্যপালকে ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী । এক্সে তিনি লেখেন, "মধ্যরাত পর্যন্ত দেখুন, কর্ম দেখুন, সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার ! নাগরিকরা দয়া করে নিজের দিকে খেয়াল রাখুন । ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে 'রাক্ষস প্রহর' এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ! "

ABOUT THE AUTHOR

...view details