পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলা যাত্রীদের নিরাপত্তা বাড়াতে শুরু 'অপারেশন মাই সহেলী'

প্রকল্পটির উদ্বোধন হয় 18 সেপ্টেম্বর। পরীক্ষামূলকভাবে প্রথমে তিনটি ট্রেনে এই ব্যবস্থা উপলব্ধ করা হয়েছে। এই তিনটি ট্রেনই হাওড়া থেকে ছাড়বে। উদ্বোধনের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর হাওড়া যশবন্তপুর দুরন্ত স্পেশাল ট্রেনটিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

অপারেশন মাই সহেলী
অপারেশন মাই সহেলী

By

Published : Sep 29, 2020, 1:45 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর :এবার মহিলা যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে আরও নজর দিল দক্ষিণ পূর্ব রেল। দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে মহিলা যাত্রীদের নিরাপত্তা আরও আঁটসাট করতে শুরু করা হল 'অপারেশন মাই সহেলী'।

প্রকল্পটির উদ্বোধন হয় এই মাসের 18 তারিখ। পরীক্ষামূলকভাবে প্রথমে তিনটি ট্রেনে এই ব্যবস্থা উপলব্ধ করা হয়েছে। এই তিনটি ট্রেনই হাওড়া থেকে ছাড়বে। উদ্বোধনের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর হাওড়া যশবন্তপুর দুরন্ত স্পেশাল ট্রেনটিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এরপর ধাপে ধাপে 20 সেপ্টেম্বর হাওড়া আমেদাবাদ স্পেশাল ও 21 সেপ্টেম্বর হাওড়া মুম্বই স্পেশালে ব্যবস্থাটি শুরু হয় ।

IG তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার বি ডি কসার বলেন, "দূরপাল্লার ট্রেনে যাতে প্রতি মহিলা নিশ্চিন্তে যাতায়াত করতে পারে তাই এই প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মাসের 18 সেপ্টেম্বর পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে।"

এই ব্যবস্থাটির অঙ্গ হিসেবে যেসব মহিলা যাত্রীরা একা সফর করবেন যাত্রার শুরুতেই তাঁদের সঙ্গে প্ল্যাটফর্মে উপস্থিত অল্পবয়সি মহিলা সাব ইনস্পেক্টর আলাপ-পরিচয় সেরে নেবেন। এরপর তাঁরা ওই মহিলা যাত্রীদের বেশ কিছু মৌলিক নিরাপত্তার নিয়ম সম্বন্ধে বলবেন। পাশাপাশি ইভ-টিজ়িং, যৌন হেনস্থা বা চুরি-ডাকাতি হলে কী কী করণীয় সেই সম্বন্ধেও খুঁটিনাটি নিয়ম বলে দেবেন। এছাড়াও, মহিলা যাত্রীরা যদি কোচে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন বা হতে পারে বলে আশঙ্কা করেন তাহলে তৎক্ষণাৎ 182 বা জ়োনাল সিকিউরিটি কন্ট্রোল রুমের মোবাইলে বা অপারেশন মাই সহেলীর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

যাত্রা শুরুর আগেই 24টি কোচের প্রায় 40 থেকে 50 জন মহিলা যাত্রীর মোবাইল নম্বর ও সিট বা আসনের নম্বর থাকবে মহিলা সাব ইনস্পেক্টর দলের কাছে। যাতে সময়ে সময়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মহিলা পুলিশের দল। পাশাপাশি পাইলট প্রজেক্টের অঙ্গ হিসেবে প্রতিটি যাত্রার আগে সেই ট্রেনের সমস্ত মহিলা যাত্রীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। এই গ্রুপে যাত্রা শুরুর সময়, যাত্রার মাঝামাঝি সময়ে ও যাত্রার শেষের দিকে তাঁদের সবাইকে মেসেজ পাঠানো হবে এবং এই গ্রুপের মাধ্যমেই যাত্রীদের সাথে যোগাযোগ রাখা হবে।

কোনও মহিলা যাত্রীর যদি রাতে নামার বা ওঠার স্টেশন থাকে (রাত 11 থেকে ভোর 6টা) সেক্ষেত্রে কোচের বাইরেও RPF জওয়ান ও মহিলা পুলিশ মোতায়েন থাকবে ৷ এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের 'নির্ভয়া ফান্ড'-র অন্তর্ভুক্ত।

ABOUT THE AUTHOR

...view details