পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়েন্টের মেধাতালিকায় রাজ্য বোর্ডের মাত্র এক - one

আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । মেধাতালিকায় রাজ্যবোর্ডের মাত্র একজন ।

মলয়েন্দু সাহা

By

Published : Jun 20, 2019, 8:02 PM IST

Updated : Jun 21, 2019, 9:20 PM IST

কলকাতা, 20 জুন : আজ প্রকাশিত হয়েছে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল । 20 মে হয়েছিল জয়েন্ট পরীক্ষা । ঠিক 24 দিনের মাথায় ফলাফল প্রকাশ করল WBJEEB । প্রথম স্থান অধিকার করেছেন দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের সোহম মিস্ত্রি । রাজ্যের বোর্ড পরীক্ষার মতো রাজ‍্য জয়েন্টেও প্রথম স্থান অধিকার করল জেলা । পাশাপাশি সেরা দশের তালিকায় নাম রয়েছে একাধিক ISC ও CBSE বোর্ডের পডু়য়াদের । সেখানে পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের মাত্র একজন স্থান পেয়েছেন মেধাতালিকায় । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষায় রাজ‍্য বোর্ডের পড়ুয়াদের উপযোগী করার জন্য সিলেবাসে পরিবর্তন ও প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করার পরেও কেন পিছিয়ে পড়ছে উচ্চমাধ্যমিক বোর্ড?

রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের তমজিৎ ব‍্যানার্জি । তৃতীয় স্থানে রয়েছেন কৌস্তভ সেন । তিনিও হেমশিলা মডেল স্কুলের ছাত্র । চতুর্থ র‍্যাঙ্ক করেছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অঙ্গীকার মণ্ডল । সোনারপুরের সারদা বিদ্যাপীঠের ছাত্র অর্ক দাস পঞ্চম স্থান অধিকার করেছেন । এই স্কুল একমাত্র পশ্চিমবঙ্গ উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের অধীনস্থ । ষষ্ঠ স্থানে আছেন দিল্লি পাবলিক স্কুলের স্নেহীন সেন । বার্নপুর রিভারসাইড স্কুলের বিনীত রাজ্যে সপ্তম স্থানে রয়েছেন । অষ্টম স্থানে রয়েছেন পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের ঋষভ আগরওয়াল । নবম স্থান অধিকার করে নিয়েছেন কলকাতার সুধীর মেমোরিয়াল ইন্সটিটিউটের অভিনব দত্ত । দশম স্থানে আবারও দুর্গাপুরের হেমশিলা মডেল হাইস্কুলের এক ছাত্র রয়েছেন । তাঁর নাম শুভজ‍্যোতি ঘোষ ।

আজ সাংবাদিক বৈঠক করে রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা । তিনি জানান, এই বছর জয়েন্ট পরীক্ষায় রেজিস্টার করেছিলেন 1 লাখ 13 হাজার 912 জন পড়ুয়া । তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন 80 হাজার 989 জন । সফল হয়েছেন অর্থাৎ র‍্যাঙ্ক পেয়েছেন 80 হাজার 580 জন । সফল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 62 হাজার 241 জন ও ছাত্রী 18 হাজার 339 জন ছিলেন । উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী 57 হাজার 77 জন ও পশ্চিমবঙ্গের বাইরের পরীক্ষার্থী রয়েছেন 24 হাজার 503 জন । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের 48 হাজার 420 জন পড়ুয়া রেজিস্টার করেন ও উত্তীর্ণ হন 41 হাজার 645 জন । ISC-র 5 হাজার 214 জন রেজিস্টার করেন । উত্তীর্ণ হন 3 হাজার 930 জন । CBSE বোর্ডের 35 হাজার 575 জন রেজিস্টার করেন । উত্তীর্ণ হন 20 হাজার 471 জন । অন্যান্য বোর্ডের 24 হাজার 703 জনের মধ্যে 14 হাজার 534 জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন ।

রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, আগামী 25 জুন থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া । তিনি বলেন, " আমাদের কাউন্সেলিং শুরু করছি 25 জুন । ওইদিন থেকে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন । গতবছরের মতো তিনটে রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করব । আগামী 20 জুলাইয়ের মধ্যে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে । যাতে আমরা ইঞ্জিনিয়রিং ইনস্টিটিউটগুলির অ্যাকাডেমিক সিডিউল 1 অগাস্ট থেকে বা তার আগে থেকে শুরু করতে পারি তার জন্য 23টা রিপোর্টিং সেন্টার আমরা তৈরি করেছি । তার মধ্যে 22টা পশ্চিমবঙ্গে ও 1টা আগরতলায় । " পাশাপাশি পরের বছর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন জানিয়ে দেন তিনি । মলয়েন্দুবাবু বলেন, "আগামী বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ 19 এপ্রিল।"

Last Updated : Jun 21, 2019, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details