পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের সব চিড়িয়াখানায় অনলাইন টিকিটের ব্যবস্থা, ঝক্কি এড়াতে উদ্যোগ জু অথরিটির

Online Ticket System: এবার থেকে আর চিড়িয়াখানায় গিয়ে লাইনে দাঁড়ানোর ঝক্কি নেই ৷ অনলাইনেই কাটতে পারবেন টিকিট ৷ মালদার আদিনা ডিয়ার পার্ক, কলকাতার আলিপুর জুয়োলজিক্যাল গার্ডেন, পুরুলিয়ার অ্যানিমাল রেসকিউ সেন্টার, বর্ধমান জুলজিক্যাল পার্ক, সুন্দরবন ওয়ার্ল্ড এনিম্যাল পার্ক এই পরিষেবা চালু হয়েছে ৷

Online Ticket System
চিড়িয়াখানায় অনলাইন টিকিটের ব্যবস্থা

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 4:24 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে সাধারণ দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল । এবার থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না চিড়িয়াখানার । অনলাইনে রাজ্যের সমস্ত চিড়িয়াখানার টিকিট কাটতে পারবেন দর্শকরা ৷ এমনটাই ঘোষণা করল চিড়িয়াখানা অথরিটি । মূলত দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে । যাত্রী-সাথী অ্যাপের মাধ্যমেই কাটা যাবে কলকাতার আলিপুর চিড়িয়াখানার টিকিট ৷

নতুন এই পরিষেবা প্রসঙ্গেই 'জু অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল'-এর সেক্রেটারি সৌরভ চৌধুরী বলেন, "রাজ্যের আলিপুর চিড়িয়াখানা-সহ আরও বেশ কয়েকটি চিড়িয়াখানায় ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য ৷ চলতি মাস থেকে রাজ্যের প্রতিটি চিড়িয়াখানায় অনলাইন টিকিটের ব্যবস্থা থাকছে । সাধারণ দর্শকদের কথা মাথায় রেখেই অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে ।" তবে এই নতুন পরিষেবা চালু প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দূর দূরান্ত থেকে সাধারণ দর্শকরা চিড়িয়াখানা আসেন ৷ তাঁদের সঙ্গে বাচ্চারাও থাকে ৷ ঘুরতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেকটাই চলে যায় টিকিট কাটতে গিয়েই । অনলাইন টিকিট কাটার সুবিধা চালু হওয়ায় এই সমস্যা থেকে রেহাই পাবেন দর্শকরা ৷ সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের সবকটি চিড়িয়াখানায় অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে । এমনটাই জানিয়েছেন 'জু অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল'-এর সেক্রেটারি সৌরভ চৌধুরী ৷

এই মুহূর্তে রাজ্যে মোট 13টি চিড়িয়াখানা রয়েছে। তার মধ্যে 12টি চিড়িয়াখানা সরকারি বা সরকার পোষিত। একটি চিড়িয়াখানা বেসরকারি। এই প্রত্যেকটি চিড়িয়াখানায় অনলাইন টিকিট কাটার সুযোগ থাকছে । সেগুলি, মালদার আদিনা ডিয়ার পার্ক, কলকাতার আলিপুর জুয়োলজিক্যাল গার্ডেন, পুরুলিয়ার অ্যানিমাল রেসকিউ সেন্টার, বর্ধমান জুলজিক্যাল পার্ক, সুন্দরবন ওয়ার্ল্ড এনিম্যাল পার্ক ইত্যাদি । এই সমস্ত পার্কে রওনা দেওয়ার আগে মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে অনলাইনে টিকিট বুকিং এর সুযোগ থাকছে । এই সমস্ত চিড়িয়াখানার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই টিকিট কাটার সুযোগ পাবেন আমজনতা ৷

আরও পড়ুন:

  1. আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিরা, পশু-পাখির এলাকা বৃদ্ধি
  2. বন্যপ্রাণ প্রজননে দেশে পয়লা নম্বর পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক
  3. হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল

ABOUT THE AUTHOR

...view details