কলকাতা, 21 সেপ্টেম্বর : “ম্যাথেমেটিকস মেড ইজি” শিরোনামে আজ অনলাইনে গণিত ক্লাসের আয়োজন করেছিল কলকাতার সায়েন্স সিটি । সকাল 10টা থেকে ইউটিউবে লাইভ সেই ক্লাস 5 হাজারেরও বেশি দর্শক পেল । তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব (শিক্ষা) পার্থ কর্মকার এই ক্লাস নেন ও ইউটিউব ভিডিয়ো চ্যানেলে লাইভ ক্লাস চলাকালীন চ্যাটবক্সে পড়ুয়াদের করা প্রশ্নের উত্তর দেন ।
5 হাজারের বেশি দর্শক পেল সায়েন্স সিটি আয়োজিত অনলাইন গণিত ক্লাস - সায়েন্স সিটি আয়োজিত অনলাইন গণিত ক্লাস
সকাল 10টা থেকে শুরু হওয়া এই ক্লাস 1 ঘণ্টা 20 মিনিট ধরে চলে । এই ক্লাস মূলত পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের লক্ষ্য করে আয়োজন করা হলেও চতুর্থ শ্রেণির পড়ুয়াদেরও এতে অংশগ্রহণ করতে দেখা গেছে ।
সায়েন্স সিটি কলকাতার কিউরেটর শুভশঙ্কর ঘোষ বলেন, "গণিতকে ভয় পায় এমন বহু সংখ্যক পড়ুয়া রয়েছে । আমাদের লক্ষ্য তাদের সেই ভয় কাটানো । সঠিক পদ্ধতিতে শেখালে গণিত মজাদার হতে পারে এবং পড়ুয়ার গণিত নিয়ে ভয় কেটে গেলে সেও তা অনুভব করতে পারবে ।" সকাল 10টা থেকে শুরু হওয়া এই ক্লাস 1 ঘণ্টা 20 মিনিট ধরে চলে । এই ক্লাস মূলত পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের লক্ষ্য করে আয়োজন করা হলেও চতুর্থ শ্রেণির পড়ুয়াদেরও এতে অংশগ্রহণ করতে দেখা গেছে । এমনকি রাজ্যের বাইরেরও অনেক পড়ুয়া এই ক্লাসে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে ।
পড়ুয়াদের থেকে ব্যাপক সাড়া পাওয়ায় অভিভূত ক্লাসের শিক্ষক পার্থ কর্মকার । তিনি বলেন, "প্রচুর ভিউয়ার ছিল আজকের ক্লাসে । ক্লাস চলাকালীন যেমন ভিউয়ার ছিল, তেমনি ক্লাস শেষ হওয়ার পর থেকে প্রায় 6-7 হাজার ভিউয়ার হয়ে গেছে । সহজে খেলার ছলে অঙ্ককে কিভাবে বোঝা যায় তা শেখানো হয়েছে । কীভাবে হাতের আঙুলের সাহায্যে নামতা সহজে করা যায় । আমরা সাধারণত ছাত্র-ছাত্রীদের নামতা মুখস্থ করতে বলি । কিন্তু মুখস্থ করতে গেলে তো তার লজিক জানতে হবে । সেই লজিক শেখানো হয়েছে । ত্রিভুজের তিনকোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা কীভাবে ভিজ্যুয়ালাইজ করবে । সোজা কথায় অঙ্ক ভীতি কাটানোর জন্য অঙ্ককে কিভাবে সহজে উপস্থাপন করা যায় সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল । পড়ুয়াদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি । কিছু প্রশ্নের উত্তর দিয়েছি । বাকি বলেছি, মিলে প্রশ্নগুলো পাঠিয়ে দিতে আমরা তার উত্তর পাঠিয়ে দেব । ছেলেরা খুব অভিভূত। চ্যাটবক্সে এতো ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে যে তার থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ।"
COVID-19 পরিস্থিতিতে পড়ুয়ারা ফিজিক্যাল ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না । তারা ভার্চুয়াল মাধ্যমে হওয়া ক্লাসে অংশগ্রহণ করছে । পড়ুয়াদের মূল্যায়নেও পরিবর্তন এসেছে । বড় প্রশ্নের বদলে এখন ছোট প্রশ্ন তার উত্তর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেওয়া সম্ভব সেগুলির উপর জোর দেওয়া হচ্ছে । শুভশঙ্কর ঘোষ বলেন, "আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের গণিতের মতো বিষয়ের ক্ষেত্রে কিছু পদ্ধতি শেখা দরকার । তার ফলে তারা কিছু বেসিক ট্রিকসের মাধ্যম সহজেই অংক কষতে পারবে । যেমন, সব নামতা মুখস্থ করার প্রয়োজন পড়ে না । কিছু সহজ উপায় আছে এই ধরনের মাল্টিপ্লিকেশন করার জন্য । গণিতের এই ধরনের কিছু সহজ উপায় শেখানো হয়েছে ।"
ইতিমধ্যেই সায়েন্স সিটি কর্তৃপক্ষের কাছে অনেকেই জানতে চেয়েছে কবে এই ধরনের আরও ক্লাস হবে । পড়ুয়াদের কাছ থেকে পাওয়া এই ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে সায়েন্স সিটি তরফে পার্থ কর্মকারকেও ছুটির দিনে সময় করে এই ধরনের আরও ক্লাস করানোর অনুরোধ করা হয়েছে ।