পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Online Classes in School: মুখ্য়মন্ত্রীর অনুরোধকে মান্যতা, তাপপ্রবাহে বেসরকারি স্কুলগুলিতে ফিরল অনলাইন ক্লাস - Heat Wave

প্রবল তাপপ্রবাহে মুখ্য়মন্ত্রীর অনুরোধকে মান্যতা দিয়ে বন্ধ রাখা হয়েছে কলকাতার বেসরকারি স্কুলগুলি ৷ সেই সঙ্গে বেসরকারি স্কুলগুলিতে আবারও চালু হল অনলাইন ক্লাস ৷ আবার কিছু বেসরকারি স্কুল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ৷

Online Classes Return in Schools ETV BHARAT
Online Classes Return in Schools ETV BHARAT

By

Published : Apr 17, 2023, 10:03 PM IST

কলকাতা, 17 এপ্রিল: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই ৷ সেই মতো রাজ্য জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ ৷ চিকিৎসকরাও এই গরমে সুস্থ থাকতে দিচ্ছেন একাধিক সাবধানবাণী ৷ এই পরিস্থিতিতে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি শিক্ষা-প্রতিষ্ঠানগুলি এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ বেসরকারি স্কুলগুলিকেও এক সপ্তাহ বন্ধ রাখার জন্য অনুরোধ করেছিলেন ৷ সেই অনুরোধ মেনে আজ থেকেই সব বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিতে আবারও চালু হল অনলাইন ক্লাস ৷

এই রোদে ছোটদের বাড়ি থেকে বের করতে নিষেধ করছেন চিকিৎসকরা ৷ রাস্তায় বেরিয়ে গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধকেই প্রাধান্য দিয়ে সমস্ত বেসরকারি স্কুল বন্ধ রাখার হয়েছে ৷ তবে, স্কুল বন্ধ থাকলেও ক্লাস হবে অনলাইনে ৷

রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই একসপ্তাহের জন্য সকল পড়ুয়াদের ছুটি ৷ তবে, সোমবার অফিস সংক্রান্ত কিছু কাজে স্কুলে এসেছিলেন শিক্ষক-শিক্ষিকারা ৷ মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য ক্লাস চলবে অনলাইনে ৷ অন্যদিকে, শ্রীশিক্ষায়তন স্কুলও ফিরে গিয়েছে অনলাইন মোডে ৷ স্কুলের প্রিন্সিপাল ব্রততী ভট্টাচার্য জানিয়েছেন, সোম এবং মঙ্গলবার তাঁদের স্কুলের পড়ুয়ারা অনলাইনে ক্লাস করবে ৷ তার পরে আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এছাড়াও অনলাইন মোডে ফিরে যাচ্ছে বিড়লা হাইস্কুল, ফিউচার ফাউন্ডেশন, বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল-সহ আরও বিভিন্ন বেসরকারি স্কুল ৷

আবার এর সঙ্গেই বেশ কিছু স্কুল সম্পূর্ণভাবে বন্ধ রাখছে এক সপ্তাহ ৷ সেই তালিকায় রয়েছে ডন বস্কো, মহাদেবী বিড়লা, বালিকা শিক্ষা সদন-সহ আরও বেশ কয়েকটি ৷ একই পথ নিয়েছে সাউথ পয়েন্ট স্কুল ৷ তাদের তরফে জানানো হয়েছে, অল্প সংখ্যক কিছু পড়ুয়াদের একটা পরীক্ষা রয়েছে ৷ সেটা এসি ক্লাসরুমে বসিয়ে নেওয়া হবে ৷ এছাড়া এক সপ্তাহের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে স্কুল ৷

আরও পড়ুন:তাপপ্রবাহের জেরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিনের ছুটি ঘোষণা মমতার

প্রসঙ্গত, আগের বছরেও প্রবল তাপপ্রবাহের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ও বেসরকারি স্কুলগুলি নির্ধারিত গরমের ছুটির আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু, তারপরেও বেশ কিছু বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করেনি ৷ পরবর্তীকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন বিকাশ ভবনে ৷ ফলে আবার সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় ৷ তাই মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি স্কুলগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details