কলকাতা, 22 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়, এক বছর আগেও যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী ৷ আর এক বছর পর তিনি শুধুই মাত্র বিচারাধীন একজন বন্দি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা ৷ যাঁর বর্তমান ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ 2022 সালের 23 জুলাইয়ের ভোররাতে যাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ টানা 27 ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলেছিল নাকতলার বাড়িতে ৷ সঙ্গে চলেছিল চিরুনি তল্লাশি ৷
সেই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির আজ এক বছর হয়ে গেল ৷ গত বছর এই সময় দিনভর ইডি আধিকারিকদের প্রশ্নবাণে জেরবার হচ্ছিলেন তিনি ৷ আর তার কয়েকঘণ্টা পরেই 23 জুলাই ভোররাতে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা ৷ সেই পার্থর জীবন এক বছরে আমূল বদলে গিয়েছে ৷ ছুটির দিনে বেলা করে ঘুম থেকে ওঠা পার্থ চট্টোপাধ্যায়ের আজ সাতসকালে ঘুম ভাঙে ৷ গ্রেফতারির পর তাঁর একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল ৷ ভুবনেশ্বর এইএমসের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন 108 কেজি ৷ না-কমাতে পারলে সমূহ বিপদ !
এক বছরের বন্দিদশায় সেই ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন ৷ এর সময়ের মধ্যে অগণিতবার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আপত্তি এবং প্রভাবশালীর তত্ত্ব তাঁর জামিনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার ৷ তার উপর দোসর হয়েছিল, পার্থর সূত্র ধরে শিক্ষা দফতরের একের পর এক উচ্চপদস্থ আধিকারিকদের গ্রেফতারি এবং তৃণমূলের একাংশ শীর্ষনেতাদের বয়ান ৷ যা তদন্তকারীদের হাতে জামিনের বিরোধিতার অস্ত্র তুলে দেয় ৷