পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণের দাবিতে খুনের অভিযোগ যুবতিকে, অভিযুক্তরা পলাতক - one women murdered for dowry

পণের দাবিতে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। গতকাল এম আর বাঙুর হাসপাতালে তার মৃত্যু হয়েছে । নরেন্দ্রপুর থানায় 306 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

সন্তোষী প্রামাণিক

By

Published : May 5, 2019, 12:34 PM IST

Updated : May 5, 2019, 1:10 PM IST

কলকাতা, 5 মে : পণের দাবিতে যুবতির গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে । ঘটনাটি বনহুগলি এলাকার । গতকাল হাসপাতালে সন্তোষী প্রামাণিক নামে ওই যুবতির মৃত্যু হয়েছে । আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ।

7 বছর আগে সন্তোষীর সঙ্গে বনহুগলির বাসিন্দা উত্তম প্রামাণিকের বিয়ে হয় । অভিযোগ, বিয়ের সময় উত্তম যৌতুক নিয়েছিল । কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ফের পণের দাবি শুরু হয় । এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয় । অভিযোগ, সন্তোষীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত । ছেলের সামনেই তার গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী ও শাশুড়ি । পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি । এম আর বাঙুর হাসপাতালে গতকাল সে মারা যায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নরেন্দ্রপুর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের বিরুদ্ধে 306 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Last Updated : May 5, 2019, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details