পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

EM বাইপাসে কাদাপাড়ার কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, অবরোধ-বিক্ষোভ - ফুলবাগান থানা

আজ ভোর পাঁচটা নাগাদ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন ওই মহিলা । কাদাপাড়ায় রাস্তা পার করার সময় উলটোডাঙা থেকে চিংড়িঘাটাগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে ।

road accident in Kadapara
পথ দুর্ঘটনা কাদাপাড়ায়

By

Published : Nov 15, 2020, 10:04 AM IST

Updated : Nov 15, 2020, 10:55 AM IST

কলকাতা, 15 নভেম্বর : EM বাইপাসে কাদাপাড়ার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার । ঘটনার পর বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা । দুর্ঘটনাস্থানে পৌঁছান বিধায়ক পরেশ পাল । পৌঁছায় ফুলবাগান থানার পুলিশ ।

আজ ভোর পাঁচটা নাগাদ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছিলেন গৌরী দে । কাদাপাড়ায় রাস্তা পার করার সময় উলটোডাঙা থেকে চিংড়িঘাটাগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে । প্রায় 50 ফুট দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় তাঁকে । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, অবরোধ-বিক্ষোভ

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গাড়ির দু'জনই মদ্যপান করে ছিল । স্থানীয়রা তাঁদের বেধড়ক মারধর করেন । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে স্থানীয়দের অভিযোগ ।

ঘাতক গাড়িটিকে আটক করেছে ফুলবাগান থানার পুলিশ । গাড়িতে থাকা দু'জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । গৌরী দের মৃতদেহ ময়নাতদন্তের জন্য NRS হাসপাতালে পাঠানো হয়েছে ।

Last Updated : Nov 15, 2020, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details