পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tree plantation by KMC : শহর বাঁচাতে বোরো এলাকায় 1000 বৃক্ষরোপণ - Tree plantation by KMC

শহর বাঁচাতে কলকাতার প্রতি বরো এলাকায় 1000 গাছ লাগানো হবে । জানালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার (Tree Plantation By borough area) ।

Thousand Tree Should Be Planted
শহর বাঁচাতে বোরো এলাকায় 1000 বৃক্ষ রোপন

By

Published : Feb 25, 2022, 9:18 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : শহর সাজাতে প্রতি বরো এলাকায় লাগানো হবে 1000 গাছ (Thousand Tree Should Be Planted)। যদিও শহর সাজানোর থেকে শহরকে রক্ষা করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ।

এদিন পৌরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে প্রস্তাব আনেন, শহরের সৌন্দর্যের জন্য পৃথকভাবে একটি নীতি বা পরিকল্পনা ও অর্থ বরাদ্দ হওয়া দরকার । কলকাতা পৌরসভার উদ্যান বিভাগ শুধুমাত্র কলকাতার পার্কগুলি উন্নয়নের দিকে লক্ষ্য না রেখে পাশাপাশি শহরের সৌন্দর্যায়নের জন্য একটি পূর্ণাঙ্গ রূপরেখা ও পরিকল্পনা করা উচিত ।

আরও পড়ুন:West Bengal Weather Update : মেঘলা আকাশে রাজ্যের বিভিন্ন জায়গায় বসন্তের বৃষ্টি

এই বিষয়ে আলোচনা করেন উদ্যান বিভাগের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার । তিনি বলেন, শহর এখন সাজানোর থেকে বাঁচানোর বেশি প্রয়োজন । 100 কিলোমিটার দূরে সুন্দরবন । কিন্তু যেভাবে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তাতে কলকাতা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে । তিনি কাউন্সিলরদের উদ্দেশে বলেন, "রাস্তার পাশে বাগান করে কিছু গাছ লাগলে তার চারপাশে লোহার রেলিং দিতে বিপুল খরচ হয় । তা না করে গাছ লাগিয়েই সেই জায়গা ভরাট করুন । তাতে পরিবেশ রক্ষা পাবে । সঙ্গে খরচ কমবে ।"

এদিন আরও এক কাউন্সিলর মৌসুমী দাস উল্লেখ করেন, "2020 সালে আমফানে বহু গাছ উপড়ে পড়েছিল । ভারসাম্য হারিয়েছিল পরিবেশের । পরবর্তী সময়ে কত গাছ শহরে লাগানো হয়েছে ? কী গাছ লাগানো হয়েছে ? কতগুলো পুনঃস্থাপন সম্ভব হয়েছে ? বাতাসে কার্বন পরিশোধ করতে কী কী পরিকল্পনা নেওয়া প্রয়োজন, তার একটা রূপরেখার প্রয়োজন রয়েছে ।

এই প্রশ্নের উত্তরে দেবাশিস কুমার বলেন, কলকাতা জুড়ে 25 হাজার গাছ লাগানো হয়েছে । এর মধ্যে বেশি আছে নিম । এছাড়াও দেবদারু, বকুল, জারুল, অর্জুন গাছ আছে । বেশ কিছু গাছ নাকতলা, একডালিয়া, প্রতাপাদিত্য রোড, রবীন্দ্র সরবরে পুনঃস্থাপন করা হয়েছে । কার্বন পরিশোধন করতে জলের গাড়ি দিয়ে পাতা ধুয়ে ফেলা হয় । আগামীকাল থেকে বরো এলাকা গুলিতে 10 প্রায় এক হাজার বেশি গাছ রোপনের কাজ শুরু হবে । প্রতি বেরোতে 1000 করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details