পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় 20 কেজি চরস-সহ ধৃত বিহারের বাসিন্দা - কলকাতা মাদক পাচার

মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ৷ ধৃতের বাড়ি বিহারে ৷

charas smuggler
বিহার থেকে মাদক পাচারের চেষ্টা, ধৃত 1 ব্যক্তি

By

Published : Aug 29, 2020, 10:02 AM IST

কলকাতা, 29 অগাস্ট : গোপন সূত্রে খবর পেয়ে মাদক পাচার রুখল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ উদ্ধার হয়েছে 20 কেজির বেশি চরস ৷ যার বাজারমূল্য প্রায় 10 লাখ টাকা ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মাদক পাচারকারীকে ৷ ধৃতের নাম ওম প্রকাশ কুমার ৷ ধৃত ওই ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রের খবর, শুক্রবার দুপুরে মাদক পাচারের খবর আসে ৷ ময়দান থানা এলাকার গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে মাদকের হাত বদল হওয়ার কথা ছিল ৷ সেই মতোই নজরদারি শুরু করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ সন্দেহ হওয়াতে একটি সাদা রঙের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ ৷ গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চরস ৷ প্রায় 20 কেজি মতো চরস উদ্ধার করে পুলিশ ৷ যার আনুমানিক বাজার মূল্য 10 লাখ টাকার বেশি ৷ এরপরই গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ওম প্রকাশ কুমারকে ৷

জানা গিয়েছে, বিহার থেকে আনা হয়েছিল চরসগুলো ৷ কলকাতায় মাদক কারবারীদের হাতে তা তুলে দেওয়ার উদ্দেশ্য ছিল ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে যুক্তদের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷

ABOUT THE AUTHOR

...view details