পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police SI Arrested: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সহ ধৃত বেনিয়াপুকুর থানার পুলিশ কর্মী

স্বাস্থ্য দফতরে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ ধৃত বেনিয়াপুকুর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও তাঁর স্ত্রী ৷

By

Published : May 21, 2023, 10:59 PM IST

ETV Bharat
ETV Bharat

কলকাতা, 21 মে:আদালতের নির্দেশে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি, সিবিআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, জীবনকৃষ্ণ সাহার মতো তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, তৃণমূল নেতারা ৷ এবার সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এক কর্মী ৷ অভিযুক্তের নাম সঞ্জীব দেঁড়ে ৷ তিনি বেনিয়াপুকুর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ৷ ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাজার থেকে টাকা তুলত । এই একই অভিযোগে তার স্ত্রী বর্ণালী দেঁড়েকেও গ্রেফতার করেছে পুলিশ ।

ধৃত বর্ণালী দেঁড়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলে জানা গিয়েছে । এদিন সঞ্জীব দেঁড়ে ও তার স্ত্রীকে হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মী এবং তার স্ত্রীর নামে এখনও পর্যন্ত চারটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে তদন্তে । সেই অ্যাকাউন্টের মাধ্যমেই চলত টাকার লেনদেন পর্ব ৷

হাওড়ার উলুবেড়িয়া এলাকার খালিশানি গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্ণালী দেঁড়ে । স্বামী ও স্ত্রী তাঁদের পদের ও পরিচিতির কথা বলেই স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা তুলতেন । তদন্ত নেমে পুলিশ কর্মীরা জানতে পেরেছে, অভিযুক্তদের এক দুঃসম্পর্কের আত্মীয় স্বাস্থ্য দফতরের ক্লার্ক পদে রয়েছেন এবং তাঁর নাম ভারিয়েই চলত এই চাকরি বিক্রির কারবার । অভিযোগ এক একজনের কাছ থেকে লক্ষাধিক টাকা তুলেছিলেন অভিযুক্ত ওই দম্পতি ।

মোট চারটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই চলত টাকার লেনদেনের পর্ব । এই নিয়োগ দুর্নীতির তদন্তে সৈকত দে নামে একজন সিভিক ভলান্টিয়ার এবং অপর এক ব্যক্তি-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, মাঝেমধ্যেই ওই এসআই-এর উলুবেড়িয়ার বাড়িতে বসত বিভিন্ন বৈঠক । বিভিন্ন এলাকার মানুষের ওই বাড়িতে যাতায়াত ছিল ৷ তবে চাকরি বিক্রির ঘটনায় সিভিক ভলান্টিয়ার কীভাবে যুক্ত হলো সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: 'তৃণমূল আমলেও কেস খেলাম', মেডিক্যালে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মদনের

ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানার ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং তাঁর স্ত্রী'র ব্যবহার করা মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । এই ফোনগুলির মাধ্যমে কোন কোন ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তদের কথাবার্তা হতো তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি, ধৃতদের ঘর থেকে উদ্ধার করা হয়েছে একাধিক সামগ্রী । ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, সেই ডায়েরিতে বিভিন্ন ফোন নম্বর পাওয়া গেয়েছে ৷ রয়েছে আরও আর্থিক লেনদেনের তথ্য ৷ এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details