পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কলকাতায় প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণ - শহরে ফের প্রসূতির শরীরে কোরোনার সংক্রমণ

শহরে আবারও এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ মিলল । এবার চিত্তরঞ্জন সেবা সদন ও শিশু সদন হাসপাতালে । COVID-19-এ আক্রান্ত ওই প্রসূতিকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করানো হয়েছে ।

one-pregnant-lady-infected-with-corona-virus-in-kolkata
ফের কলকাতায় প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণ

By

Published : Apr 26, 2020, 11:35 PM IST

কলকাতা, 26 এপ্রিল : শহরে আবারও এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ মিলল । এবার চিত্তরঞ্জন সেবা সদন ও শিশু সদন হাসপাতালে । COVID-19-এ আক্রান্ত ওই প্রসূতিকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করানো হয়েছে ।

কলকাতার বাসিন্দা ওই প্রসূতিকে হাজরায় অবস্থিত চিত্তরঞ্জন সেবা সদন ও শিশু সদন হাসপাতালে ভরতি করানো হয় । সর্দি-কাশির উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে প্রথমে আইসোলেশনে রাখা হয় । সন্দেহ হয় চিকিৎসকদের । এরপর ওই প্রসূতি এক মৃত সন্তানের জন্ম দেন । এরপর ওই প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন কি না, তা জানার জন্য তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সূত্রের খবর, গতকাল নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পায় চিকিৎসকরা ৷ রিপোর্টে জানা যায়, ওই প্রসূতি COVID-19-এ আক্রান্ত । ওই হাসপাতালের আইসোলেশন এবং লেবার রুম জীবাণুমুক্ত করার করার পাশাপাশি সরকারি প্রোটোকল অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে । ওই যুবতির সংস্পর্শে কত জন এসেছিলেন, কত জনকে কোয়ারানটিনে রাখা হতে পারে, কত জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হতে পারে, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে । তবে, শুধুমাত্র ওই প্রসূতি যুবতিই নন । এর আগে, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও প্রসবের পরে প্রসূতির শরীরের COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে ।

অন্যদিকে, মল্লিকবাজারে অবস্থিত মা ও শিশুদের চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালেও এক প্রসূতির শরীরে গত বৃহস্পতিবার COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া যায় । এক্ষেত্রেও সন্তান প্রসবের পরে জানা যায় COVID-19-এ আক্রান্ত হয়েছেন প্রসূতি । এরপর তাঁকে বেসরকারি ওই হাসপাতাল থেকে COVID হাসপাতালে স্থানান্তর করা হয় । ওই প্রসূতির সংস্পর্শে আসায় মা ও শিশুদের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 25-30 জনকে কোয়ারানটিনে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details