পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Death in Kolkata: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু কলকাতায়, এবার প্রাণ গেল পুলিশকর্মীর - শহরে ফের ডেঙ্গি মৃত্যুর ঘটনা

পুলিশকর্মীর মৃত্যুতে ফের ডেঙ্গি আতঙ্ক কলকাতায় ৷ নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে রবিবার সকালে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ রয়েছে ৷

ETV Bharat
মশা

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 3:11 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: রবিবাসরীয় সকালে শহরে ফের ডেঙ্গি মৃত্যুর ঘটনা । এবার ডেঙ্গির বলি এক পুলিশকর্মী । দক্ষিণ দমদমের বাসিন্দা প্রতীম ভৌমিক (34) ৷ দমদম থানারই অস্থায়ী পুলিশকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি । বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন । শুক্রবার তাঁকে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় তাঁর । তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে ।
রাজ্যজুড়ে আবারও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি । শনিবার সকালেই ডেঙ্গিতে আক্রান্ত মৃত্যু হয়েছে এক কিশোরীর । সেও দমদম মতিঝিলের বাসিন্দা । ভর্তি ছিল বেলেঘাটা আইডি হাসপাতালে । সেখানেই শনিবার মৃত্যু হয় 16 বছরের ওই নাবালিকার । এছাড়াও 6 সেপ্টেম্বর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 71 বছরের বৃদ্ধের । পরিবারের দাবি, ওই ব্যক্তির রক্তের নমুনায় ম্যালেরিয়া ধরা পড়েছিল । তাঁর পরিবার দেহ নিয়ে আদি বাড়ি উত্তরপ্রদেশে চলে যায় । ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কে দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দারা ।

তবে এবারে ডেঙ্গিতে আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠছিলেন বহু মানুষ ৷ এমনটাই মনে করছিলেন চিকিৎসক মহল । এই বিষয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন,"যাদের ফুসফুসে সমস্যা আছে বা কো-মর্বিডিটি আছে তাঁদের ক্ষেত্রেই বেশিরভাগ মৃত্যু দেখা যাচ্ছে । কিন্তু বহু মানুষ হাসপাতালে ভর্তি আছেন । তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ।" ডেঙ্গির ক্ষেত্রে মূলত তরল খাবারের উপর জোর দিতে বলছেন চিকিৎসকরা । প্রতিদিন প্লেটলেট কাউন্টের উপর জোর দিচ্ছেন তাঁরা । জ্বর তিনদিনের বেশি থাকলে ডেঙ্গি পরীক্ষা করাতে বলছেন চিকিৎসকরা । অন্যদিকে, স্বাস্থ্যভবন সূত্রে খবর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 24 জনের । সারা রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 15 হাজার 272 জন । রানাঘাট, আমডাঙা, বনগাঁ, হরিণঘাটা, শান্তিপুর, হাবরা ও চাকদহে বেড়েছে আক্রান্তের সংখ্যা । জানাচ্ছে স্বাস্থ্যভবনের পরিসংখ্যানই।

ABOUT THE AUTHOR

...view details