পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firearm Recover From Kolkata : এবার খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1 - kolkata police

বালিগঞ্জ উপনির্বাচনের আগে খাস কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি (One person arrested with firearm in Kolkata) ৷ মানিকতলা থানা এলাকার মুরারিপুকুরে একটি কুয়ো থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ ।

firearm
firearm

By

Published : Mar 29, 2022, 3:43 PM IST

কলকাতা, 29 মার্চ : বালিগঞ্জ উপনির্বাচনের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা । ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী । তারা রুটমার্চ শুরু করেছে। পাশাপাশি বীরভূমের বাগটুই কাণ্ডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে যাতে রাজ্যের সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ।

একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, অন্যদিকে বালিগঞ্জ উপনির্বাচন ৷ তাই জায়গায় জায়গায় কলকাতা পুলিশের তরফে করা হচ্ছে নাকা তল্লাশি । এরই মধ্যে মানিকতলা থানা এলাকার মুরারিপুকুরে একটি কুয়ো থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ (One person arrested with firearm in Kolkata) ।

এই ঘটনায় সতীনাথ দোলই নামে 35 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মানিকতলা থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে মানিকতলা থানার পুলিশ ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় এদিন । কিন্তু সেখান থেকে প্রথম অবস্থায় কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি । পরে তার বাড়ির একটি কুয়ো থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ উদ্ধার করে পুলিশ ।

আরও পড়ুন : Bharat Bandh : ধর্মঘটের দ্বিতীয় দিনেও উত্তেজনা, যাদবপুরে আটক একাধিক বামকর্মী

কিভাবে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ওই ব্যক্তির কাছে পৌঁছাল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । প্রসঙ্গত, আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন ৷ তার আগেই কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details