পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Agitation in Kolkata: ডিএ মেটানোর দাবিতে অনশন, অসুস্থ আরও এক - ডিএ আন্দোলন

ডিএ মেটানোর দাবিতে অনশন আন্দোলনের জেরে অসুস্থ হয়ে পড়লেন আরও এক সরকারি কর্মচারী (Government Employee fell Sick during Hunger Strike) ৷ স্মৃতি আচার্য নামে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

one more Government Employee fell Sick during DA Agitation in Kolkata
আন্দোলন চলছে

By

Published : Feb 18, 2023, 5:00 PM IST

অসুস্থ আরও এক অনশনকারী

কলকাতা, 18 ফেব্রুয়ারি:বকেয়া ডিএ মেটানোর দাবিতে অনশন শুরু করে অসুস্থ হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী (Government Employee fell Sick during Hunger Strike) ৷ ওই সরকারি কর্মীর নাম স্মৃতি আচার্য ৷ শনিবার সকালে অনশনমঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় ৷ উল্লেখ্য, বকেয়া ডিএ মেটানোর দাবিতে গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা (DA Agitation in Kolkata) ৷ প্রাথমিকভাবে শুধুমাত্র অবস্থান ও বিক্ষোভের মধ্য়ে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে আন্দোলনরত কয়েকজন অনশন শুরু করেন ৷ তাঁদের মধ্যে স্মৃতিও রয়েছেন ৷ কিন্তু, শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ৷

অনশন, অবস্থান, বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতির সিদ্ধান্তও নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এর আগে দফায় দফায় কখনও 2 ঘণ্টা আবার কখনও একদিনের প্রতীকী কর্মবিরতি পালন করেছে তারা ৷ কিন্তু তাতেও দাবিপূরণ হয়নি ৷ এবার তাই টানা 2 দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ আগামী 20 ও 21 ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হবে ৷ আন্দোলনকারীদের সাফ কথা, এরপরও যদি সরকারের হুঁশ না-ফেরে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা ৷ সেক্ষেত্রে রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড স্থগিত হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ৷ এই প্রেক্ষাপটে অনশন করতে গিয়ে আগেই পাঁচজন সরকারি কর্মচারী অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ শনিবার সেই তালিকায় যুক্ত হল স্মৃতি আচার্যের নাম ৷

আরও পড়ুন:ডিএ মেটানোর দাবিতে বিধানসভা অভিযান, পুলিশের ব্যারিকেডে থামল মিছিল

প্রসঙ্গত, এবারের রাজ্য বাজেটে অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3 শতাংশ ডিএ ঘোষণা করেন ৷ তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে বাংলা ৷ তারপরও সরকারি কর্মীদের জন্য সাধ্যমতো মহার্ঘভাতা ঘোষণা করছে রাজ্য সরকার ৷ যদিও মন্ত্রীর এই বক্তব্যে খুশি নন আন্দোলনকারীরা ৷ তাঁদের বক্তব্য, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাত বেড়ে হয়েছে 39 শতাংশ ৷ এই অবস্থায় 3 শতাংশ ডিএ-কে 'ভিক্ষার অনুদান' বলে কটাক্ষ করেছেন আন্দোলনকারীরা ৷ এরই প্রতিবাদে আগামী 20 এবং 21 তারিখ তাঁরা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়ে দিয়েছেন ৷

প্রসঙ্গত, একই ইস্যুতে আন্দোলনে নেমেছে 12 জুলাই কমিটিও ৷ শুক্রবার তাদের পক্ষ থেকে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয় ৷ কিন্তু, পুলিশের বাধার মুখে পড়ে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল থেমে যায় ধর্মতলা চত্বরে ৷ 12 জুলাই কমিটিও একদিনের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details