কলকাতা, 18 ফেব্রুয়ারি:বকেয়া ডিএ মেটানোর দাবিতে অনশন শুরু করে অসুস্থ হয়ে পড়লেন আরও এক আন্দোলনকারী (Government Employee fell Sick during Hunger Strike) ৷ ওই সরকারি কর্মীর নাম স্মৃতি আচার্য ৷ শনিবার সকালে অনশনমঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় ৷ উল্লেখ্য, বকেয়া ডিএ মেটানোর দাবিতে গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা (DA Agitation in Kolkata) ৷ প্রাথমিকভাবে শুধুমাত্র অবস্থান ও বিক্ষোভের মধ্য়ে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে আন্দোলনরত কয়েকজন অনশন শুরু করেন ৷ তাঁদের মধ্যে স্মৃতিও রয়েছেন ৷ কিন্তু, শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ৷
অনশন, অবস্থান, বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতির সিদ্ধান্তও নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এর আগে দফায় দফায় কখনও 2 ঘণ্টা আবার কখনও একদিনের প্রতীকী কর্মবিরতি পালন করেছে তারা ৷ কিন্তু তাতেও দাবিপূরণ হয়নি ৷ এবার তাই টানা 2 দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ আগামী 20 ও 21 ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হবে ৷ আন্দোলনকারীদের সাফ কথা, এরপরও যদি সরকারের হুঁশ না-ফেরে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা ৷ সেক্ষেত্রে রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড স্থগিত হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ৷ এই প্রেক্ষাপটে অনশন করতে গিয়ে আগেই পাঁচজন সরকারি কর্মচারী অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ শনিবার সেই তালিকায় যুক্ত হল স্মৃতি আচার্যের নাম ৷