পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRS-এ ফের কোরোনা পজ়িটিভের হদিস, বাঙুরে যাওয়ার পথে মৃত 1 - news on corona

শনি ও রবিবার মিলিয়ে NRS-এ মোট 14 জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । এই 14 জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে । একজনের রিপোর্ট আসার আগে মৃত্যু হয়েছে । আরেক জনের মৃত্যু হয়েছে বাঙুরে নিয়ে যাওয়ার পথে ।

ছবি
ছবি

By

Published : May 4, 2020, 10:07 AM IST

কলকাতা, 4 মে : শনিবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের 13 জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল । 13 জনের মধ্যে একজনের রিপোর্ট এসেছিল তাঁর মৃত্যুর পর । শনিবারই বাকি 12 জনের মধ্যে একজনকে MR বাঙুরে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা গেছে । এদিকে, গতকাল NRS-এর আইসোলেশন ওয়ার্ডে ভরতি থাকা আরও এক রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে ।

শনিবার প্রথমে জানা গেছিল, NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ন'জন রোগীর কোরোনা রিপোর্ট পজ়িটিভ । এই ন'জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে রিপোর্ট আসার আগে । শনিবার পরের দিকে জানা যায়, এই হাসপাতালের অন্য আরও চার রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টেও কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । তারপরই কোরোনায় আক্রান্ত মোট 12 জন রোগীকে NRS থেকে ওইদিনই বাঙুর হাসপাতাল এবং ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বাঙুরে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় একজনের।

এদিকে NRS-এর কোরোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 65 বছর বয়সি এক প্রৌঢ়ের নমুনা পরীক্ষার রিপোর্টে গতকাল কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । তিনি কিছুদিন ধরে জ্বর, সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন । গতকাল তাঁকে MR বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে NRS-এ মোট 14 জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । এই 14 জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে । এই 14 জনের সংস্পর্শে হাসপাতালের কোন কোন চিকিৎসক, নার্স এবং অন্য কর্মী এসেছেন, তাঁদের তালিকা তৈরি করা হয়েছে । তালিকায় থাকা অন্তত 15 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details