কলকাতা, 26 অগস্ট: দু'দিন আগে গ্রেফতার হওয়া প্রদীপ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করে এই লিংকম্যানের হদিশ পায় সিবিআই (CBI)। সেই মতোই এই ব্যক্তিকে শুক্রবার নিজাম প্যালেসে তলব করা হয়। চলে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব। একাধিক বক্তব্যে অসংগতি মেলায় অবশেষে এই ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নিউটাউনের বাসিন্দা, নাম প্রসন্ন রায় ৷ তাকে এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে ৷ পরে ফের নিজাম প্যালেসের (Nizam Palace) 15 তলায় অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে (Anti-Corruption Branch) তাকে রাখা হয়। ধৃতকে আগামিকাল আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এ ঘটনায় আরও অগ্রগতি পেতে চাইবেন সিবিআই এর গোয়েন্দারা।