কলকাতা, 24 অগস্ট: বুধবার সন্ধ্যাবেলায় নিউটাউন থেকে ওই লিংক ম্যানকে গ্রেফতার করে সিবিআই (CBI)৷ সিবিআই সূত্রে খবর, ওই লিংক ম্যানের নাম প্রদীপ সিংহ ৷ নিউটাউন থেকে তাকে গ্রেফতার করে সরাসরি নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় এই প্রদীপ সিংহ মিডিলম্যান হিসেবে কাজ করত। একাধিকবার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে এদিন সিবিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিটের গোয়েন্দারা গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে।