কলকাতা, 27 ডিসেম্বর :আনন্দপুর থানার গুলশন কলোনি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 13 ডিসেম্বর মোট 21 জন বাংলাদেশিকে আটক করে কলকাতা এবং লখনউ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ এদের মধ্যে চারজনের কাছে বৈধ পাসপোর্ট (fake passport news) থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় ৷ বাকি 17 জনের কাছে পাসপোর্ট না থাকায় তাদের গ্রেফতার করে পুলিশ ৷
ধৃত 17 জন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শুধু কলকাতা বা হাওড়া নয়, জাল পাসপোর্ট তৈরির কারবার ছড়িয়ে রয়েছে নবদ্বীপ পর্যন্ত । এই সূত্র ধরেই নবদ্বীপ থানা এলাকায় বিজয় কুমার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কলকাতা ও নবদ্বীপ থানার পুলিশ । সেখান থেকে একাধিক জাল পাসপোর্ট-সহ একাধিক কাগজপত্র, রবার স্ট্যাম্প, একাধিক পলিথিন কাটার মেশিন, একটি কম্পিউটার এবং দু‘টি ফোন উদ্ধার করে ৷ এরপর বিজয় কুমারকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তা জানতে চেষ্টা করছে তদন্তকারীরা (Anandapur Fake Passport Case)।