কলকাতা, 16 জুলাই : মাদক পাচারকারীদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা শহরের নামী স্কুল ও কলেজের পড়ুয়ারা । দিন দুয়েক আগে যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে পাকড়াও করা হয়েছিল এক মাদক পাচারকারীকে । ইউনিভার্সিটি পড়ুয়াদের মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ে সেই পাচারকারী । এবার পার্কস্ট্রিটের নামী স্কুলের পড়ুয়াদের মাদক বিক্রি করতে এসেছিল একজন ব্যক্তি । সাদা পোশাকের পুলিশ অপেক্ষা করছিল সেখানে । খবর আগে থেকেই ছিল । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে ওই পাচারকারী । তার কাছে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক ।
পার্কস্ট্রিটের নামী স্কুলের পড়ুয়াদের মাদকপাচারের চেষ্টা, ধৃত 1 - arrested one person with Narcotic
অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে বাইক নিয়ে আসে শেখ রশিদ ইকবাল । স্কুল পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে ওই পাচারকারী । তার কাছে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক ।
কোনও একটা নির্দিষ্ট জায়গায় নয়, মাদক পাচারকারীরা ধরেছে অন্য পথ । ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । ফোন করলেই হোম ডেলিভারির মতো পৌঁছে দেওয়া হচ্ছে মাদক । সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল খবর পায়, পার্কস্টিট এলাকায় সক্রিয় রয়েছে একটি চক্র । না, পার্টি ড্রাগ নয় । এর আগে ওই এলাকায় পার্টি ড্রাগসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের টার্গেট ছিল নাইট ক্লাবে আসা পার্টি হপাররা । কিন্তু এই চক্রটির টার্গেটে আছে পড়ুয়ারা । সূত্র মারফত পুলিশ খবর পায়, অর্ডার পেলেই বাইকে করে এসে পড়ুয়াদের হাতে মাদক তুলে দিয়ে যায় পাচারকারীরা । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । আর তাতেই হল পরদা ফাঁস । অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে বাইক নিয়ে আসে শেখ রশিদ ইকবাল । সঙ্গে ছিল 1 কেজি 500 গ্রাম গাঁজা । সেগুলি বিক্রিযোগ্য প্যাকেট বন্দি করে আনা হয়েছিল । প্রত্যেকটি প্যাকেটে ছিল 10 গ্রাম করে গাঁজা । প্রতিটি প্যাকেট হাজার টাকায় বিক্রি করছিল সে । পুলিশ সূত্রে খবর, পার্কস্ট্রিট ও পার্ক সার্কাস এলাকায় স্কুল কলেজের পড়ুয়াদের মাদক বিক্রি করত সে ।
14 জুলাই অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু'নম্বর গেট থেকে এমনই দু'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাদের নাম আব্বাসউদ্দিন লস্কর ও আসগর মিস্ত্রি । তাদের কাছে উদ্ধার হয়েছিল 4 কেজি 300 গ্রাম গাঁজা । যেভাবে স্কুল কলেজের পড়ুয়াদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র তা কপালে ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরও চালানো হবে ।