কলকাতা, 4 অগাস্ট : টিভির পরদায় বিদ্যা বালান কিংবা মিমি চক্রবর্তীর মুখ । তাঁরা বলছেন, চুল বড় করার জন্য ব্যবহার করুন এই ব্র্যান্ডের নারকেল তেল । ব্যবহারকারীরা বলছেন, মন্দ নয় ওই তেল । কিন্তু, বাজার থেকে আপনি যে নারকেল তেল কিনে আনলেন প্রিয়জনের জন্য, তা আদৌ নারকেল তেল তো ! নামী ব্র্যান্ডের সিলড বোতলের আড়ালে অন্য কিছু মাখছেন না তো ! অবাক হচ্ছেন? তবে জেনে নিন, শহর কলকাতায় নামী ব্র্যান্ডের নারকেল তেলের বোতলে ভরা হচ্ছে অন্য কিছু । তারপর তা চলে আসছে খোলা বাজারে । চুল বড় করার উদ্দেশ্যে কিংবা চুলের যত্ন নেওয়ার জন্য আপনি সেই তেল মাখছেন । উদ্দেশ্য সাধন তো হচ্ছেই না । হতে পারে বড়সড় ক্ষতি ।
নামী ব্র্যান্ডের আড়ালে 'নকল' নারকেল তেল ব্যবহার করছেন না তো ? - নকল নারকেল তেলের অভিযোগে গ্রেপ্তার
নামী ব্র্যান্ডের নারকেল তেল নকল করার অভিযোগ গ্রেপ্তার ব্যক্তি ৷ গতকাল তিলজলার ৬০ A জি জে খান রোডে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷
দিন কয়েক আগে দুটি নামী কম্পানির প্রতিনিধি হিসেবে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন আব্বাস আলি মণ্ডল নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, নকল করা হচ্ছে নামী ওই দুই ব্র্যান্ডের নারকেল তেল । এতে ওই কম্পানির ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । নানা সূত্রে খবর পেয়ে গতকাল তিলজলার ৬০ A জি জে খান রোডে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । সেখানে মহম্মদ কালিম নামে এক ব্যক্তির বাড়িতে উদ্ধার হয় ওই দুই নামী ব্র্যান্ডের লেবেল লাগানো নানা সাইজ়ের প্রচুর বোতল । সেখানে ওই বোতলগুলি ফিলিংয়ের কাজ চলছিল । হাতে-নাতে পরদা ফাঁস হয় কারবারের । এই বোতল কী দিয়ে ফিলিং করা হচ্ছিল তা টেস্ট করতে পাঠানো হয়েছে । জানা গেছে, ওই একই ব্র্যান্ডের নারকেল তেলের বোতল ফিলিংয়ের কাজ হচ্ছিল ভাটপাড়া এবং নৈহাটিতেও । সেখানে 5 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আপাতত এই কারবারের কিংপিনের খোঁজ চলছে ।
শহর কলকাতায় পারফিউম, বডি-স্প্রে থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট পাউডার, নারকেল তেল সহ বহু FMCG (Fast-Moving Consumer Goods) পণ্যের ব্যাপক নকল হচ্ছে বলে অভিযোগ । নকল এই জিনিসপত্র বিক্রি হচ্ছে খোলা মার্কেটে । আমজনতা না বুঝেই সেগুলি কিনছেন । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই বিষয়টিতে কড়া নজর রাখা হবে । কিন্তু, ইতিমধ্যেই যে পরিমাণে নকল পণ্য বাজারে ঢুকেছে তা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট । তাই পণ্য কেনার আগে সর্তক হন ৷