পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একটানা বৃষ্টিতে ট্যাংরায় গুদাম ভেঙে আহত 1 - ট্যাংরার গুদাম

একটানা বৃষ্টিতে ভেঙে পড়ল ট্যাংরার একটি গুদাম ৷ আহত হয়েছেন একজন ৷

গুদাম

By

Published : Aug 17, 2019, 3:07 PM IST

কলকাতা, 17 অগাস্ট : রাতভর একটানা বৃষ্টি । তার জেরে ট্যাংরায় ভেঙে পড়ল একটি গুদাম ৷ আহত হয়েছেন একজন ৷ তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ সকাল সাতটা নাগাদ 40 নম্বর পুলিন খাটিক রোডের একটি পুরোনো গোডাউন ভেঙে পড়ে ৷ সেই সময় গোডাউন চত্বরে বছর 30-র একজন নিরাপত্তারক্ষী ছাড়া কেউ ছিলেন না ৷ আটকে পড়েন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ট্যাংরা থানার পুলিশ ৷ আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় ৷

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details