নিউটাউন, 11 এপ্রিল : অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারুতি ভ্যান ও পণ্যবাহীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ । মৃত এক । আহত পাঁচ । আশঙ্কাজনক মারুতি ভ্যানের চালক । আজ সকালে নিউটাউনের একটি মলের কাছে দুর্ঘটনাটি ঘটে ।
নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 5 - নিউটাউনের অ্যাক্সিস মলের কাছে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক
নিউটাউনের অ্যাক্সিস মলের কাছে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক । আহত পাঁচ । আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
লকডাউনের 18 নম্বর দিন । রাস্তায় দেখা নেই বাস-ট্রামের । অ্যাম্বুলেন্সও কম প্রয়োজনের তুলনায় । এই অবস্থায় অ্যাম্বুলেন্স না পেয়ে মারুতি ভ্যানে করে এক রোগীকে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার জঙ্গলপুর থেকে আনা হচ্ছিল । SSKM আসছিলেন আরও পাঁচজন । নিউটাউনের মলের কাছে গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি পণ্যবাহী গাড়ির । ঘটনাস্থানেই মৃত্যু হয় জালালুর রহমান (45)-এর । গাড়িতে থাকা বাকিদের উদ্ধার করে পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করেছে । তাঁদের মধ্যে গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক ।
পুলিশ জানিয়েছে, পণ্যবাহী গাড়িটি সিগন্যাল না মানায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থানেই মৃত্যু হয় অসুস্থ জালালুর রহমানের । তাঁকে নিয়েই SSKM -এ যাচ্ছিলেন বাকিরা । এদিকে, পণ্যবাহী গাড়িটিকে আটক করলেও তার চালক পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।