খিদিরপুর, 27 অগস্ট: সার বোঝাই লরি উলটে যাওয়ায় বিপত্তি। প্রাইভেট গাড়িকে চাপা দিল ওই লরিটি ৷ শনিবার খিদিরপুরে ঘটেছে ওই পথ দুর্ঘটনাটি (Several Injured in Road Accident)। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়ির চালকের ৷
শনিবার বৃষ্টি হওয়াতে বাবুবাজার এলাকায় একাধিক জায়গা জলমগ্ন হয়ে যায় ৷ তখন একটি লরি কাঁটাপুকুরের দিক থেকে আসছিল ৷ রাস্তার অবস্থা বেহাল হওয়ায় লরির চালক আন্দাজ করতে পারেননি কোথায় ড্রেন বা কোথায় খানাখন্দ রয়েছে। তাই নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় লরিটি ৷ তারপর লরিটি ছোট গাড়িটির উপর উলটে যায় (Road Accident in Khidirpur)।