পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Khidirpur Accident খিদিরপুরে মালবোঝাই লরি উলটে গেল ছোট গাড়ির উপর, মৃত এক - প্রাইভেট গাড়ির উপর আচমকাই উলটে যায় লরিটি

একটি প্রাইভেট গাড়ির উপর আচমকাই উলটে যায় একটি সার বোঝাই লরি (Khidirpur Accident)। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়ির চালকের ৷

ETV Bharat
Khidirpur Accident

By

Published : Aug 27, 2022, 11:00 PM IST

খিদিরপুর, 27 অগস্ট: সার বোঝাই লরি উলটে যাওয়ায় বিপত্তি। প্রাইভেট গাড়িকে চাপা দিল ওই লরিটি ৷ শনিবার খিদিরপুরে ঘটেছে ওই পথ দুর্ঘটনাটি (Several Injured in Road Accident)। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়ির চালকের ৷

শনিবার বৃষ্টি হওয়াতে বাবুবাজার এলাকায় একাধিক জায়গা জলমগ্ন হয়ে যায় ৷ তখন একটি লরি কাঁটাপুকুরের দিক থেকে আসছিল ৷ রাস্তার অবস্থা বেহাল হওয়ায় লরির চালক আন্দাজ করতে পারেননি কোথায় ড্রেন বা কোথায় খানাখন্দ রয়েছে। তাই নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় লরিটি ৷ তারপর লরিটি ছোট গাড়িটির উপর উলটে যায় (Road Accident in Khidirpur)।

এলাকার বাসিন্দারা প্রথম সময় উদ্ধারকার্যে নামলেও তাঁরা ব্যর্থ হন ৷ পরে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে (Police Disaster Management Group) খবর দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তার অবস্থা খুবই খারাপ এবং রাস্তায় জল জমে থাকে, একটুখানি বৃষ্টি হলেই সেখানে এই দুর্ঘটনা।

আরও পড়ুন:পাঁচলায় বাস দুর্ঘটনায় মৃত 4, আহত 6

এরকম ঘটনা আগেও ঘটেছে ৷ ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা গ্যাস কাটার দিয়ে কেটে কোনওরকমে ওই প্রাইভেট গাড়িটি থেকে চালকের দেহ উদ্ধার করে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details