পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিন ছুটি দিয়ে সম্মান জানানো যায় কি ? প্রশ্ন চিকিৎসক সংগঠনগুলির - কলকাতার খবর

কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে 1 জুলাই ডক্টরস ডে-তে সরকারি ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ্যায় । আর এই ছুটিকে অযৌক্তিক বলে মনে করছে চিকিৎসকদের একাংশ ৷

Doctor's Day leave  rejected by Physicians
ডক্টরস ডে-র ছুটি প্রত্যাখ্যান চিকিৎসক সংগঠনগুলির

By

Published : Jun 30, 2020, 4:56 AM IST

Updated : Jul 1, 2020, 5:09 PM IST

কলকাতা, 30 জুন : কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে 1 জুলাই, ডক্টরস ডে-তে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার । তবে, এই ছুটির মাধ্যমে কোরোনা যোদ্ধাদের প্রতি যথার্থ সম্মান কতটা জানানো সম্ভব হবে, তা নিয়েই প্রশ্ন তুলল সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । কোনও সংগঠনের তরফে যেমন এই ছুটির ঘোষণাকে প্রত্যাখ্যান করা হল, তেমনই কোনও সংগঠনের তরফে বলা হল এই ছুটির ঘোষণাকে মেনে নেওয়া যাচ্ছে না । চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে যথার্থ অর্থে তাঁদের প্রতি সম্মান জানানো সম্ভব হবে বলে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়েছে ।

কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে 1 জুলাই ডক্টরস ডে-তে সরকারি ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ্যায় । এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধের কথাও তিনি জানিয়েছেন । এই বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "এই সময় চিকিৎসকদের সম্মান জানানোর জন্য ছুটি, এটা কেমন যেন লাগছে । ছুটির মধ্য দিয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো যায় ? যাই হোক না কেন তাতে একটা ছুটি ঘোষণা করে দেওয়া, এটা আমরা মানতে পারছি না ।"

তিনি বলেন, "চিকিৎসকরা কি ছুটি পাবেন ? যে চিকিৎসকরা কোরোনা যুদ্ধে শামিল হয়ে আছেন, তাঁরা কি এই দিনে ছুটি পাবেন? তাঁদের সঙ্গে থাকতে পারলে বরং ভালো লাগত । আমরা যাঁরা কোরোনার বিরুদ্ধে যুদ্ধে আছি, আমরা তো আর এই ছুটিটা অনুভব করতে পারব না । ফলে আমাদের সঙ্গে মানুষ যদি থাকতে পারত তাতে আমাদের ভালো লাগত । ছুটি মানে তো ছুটি, সেদিন তাঁরা বাড়িতে থাকবেন, আর আমরা লড়াইয়ের ময়দানে থাকব ।"

সরকারি এই চিকিৎসক বলেন, "চিকিৎসকদের এখন সুরক্ষা দরকার, মর্যাদা দরকার । চিকিৎসকরা তো যুদ্ধক্ষেত্রে আছেন, তাঁদের সম্মান জানানোর জন্য ছুটি দেওয়ার কোনও প্রয়োজন ছিল বলে মনে হয় না । বরং সবাই চিকিৎসকদের সঙ্গে থাকলে আমরা খুশি হতাম ।"

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সম্পাদক, চিকিৎসক কৌশিক চাকি বলেন, "চিকিৎসকদের সম্মান জানানোর জন্য সবাইকে ছুটি দেওয়া হল। একটি কাজের দিন নষ্ট করে যদি চিকিৎসকদের জন্য সম্মান জানাতে হয় তা হলে আমাদের এরকম সম্মানের প্রয়োজন নেই । আমরা প্রত্যাখ্যান করছি।"

তিনি বলেন, "যদি সম্মান জানাতে হয়, তা হলে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য আমরা, চিকিৎসকরা যে সব দাবি পেশ করেছি, সেগুলি পূরণ করা হোক, তা হলে তার মাধ্যমেই সম্মান জানানো হবে । জ্বলন্ত সমস্যাগুলির সমাধান করার মাধ‍্যমেই সম্মান জানানো হবে।" চিকিৎসকরা কোরোনা যুদ্ধে রয়েছেন । তাঁরা ছুটি চান না, মেডেল চান না । এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "আমাদের দাবিগুলি পূরণ করুন। মেডিকেল পড়ুয়াদের শিক্ষা এবং প্রশিক্ষণ বন্ধ, ইন্টার্ন ডাক্তার এবং পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেনিদের শিক্ষা এবং প্রশিক্ষণ বন্ধ । "

কৌশিক চাকি বলেন, "কোরোনা ছাড়া কি অন্য আর কোনও রোগ নেই ? এখন যদি একজন রোগীর বুকে ব্যথা হয়, তা হলে তিনি কী করবেন ? তাঁকে কি লাখ লাখ টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে? ছুটি দিয়ে কী হবে? আমার কাছে কোনও মানে ঠেকছে না। চিকিৎসকদের সমস্যাগুলিj সমাধান করুন ।"

আগে হাফ ছুটি ছিল। জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলে তার একটা গুরুত্ব রয়েছে । এ কথা জানিয়ে এ রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কিন্তু, সবথেকে বড় বিষয় নিরাপত্তার বিষয়টি । যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের চিকিৎসার সুবন্দোবস্ত, এগুলি এখনও পর্যন্ত হয়নি । সম্মান জানাতে হলে আগে চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করা জরুরি । এটা না করে একটা দিন ঘোষণা করা 365 দিনের কোনও না কোনও দিন যেমন হয়, সে রকমই আরও একটা দিন হয়তো যোগ হবে । কিন্তু তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজের কাজ কিছু যদি না করা হয়, দীর্ঘদিন ধরে যে সব দাবি আমরা করে আসছি, তা হলে এই সম্মানের খুব একটা কিছু থাকে না । নাম-কা-ওয়াস্তে একটা দিন ঘোষণা করলাম, ছুটি পালন করলাম । এ ছাড়া চিকিৎসকদের প্রতি আর কি সম্মান জানানো হবে ?"

তিনি আরও বলেন, "এই সময় দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য চিকিৎসকদের স্বাস্থ্যের সুরক্ষা, নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন। লোকবল কম থাকার জন্য চিকিৎসকদের উপর চাপ বাড়ছে, এটা দেখা দরকার । খুব দ্রুত এই সমস্যার সমাধান করা দরকার । লোকবল যদি না বাড়ানো হয়, তাহলে এমনিতেই চাপে পড়ে চিকিৎসকদের মৃত্যু হবে । সম্মানটার কোথায় কী হবে? যেগুলি জরুরি কাজ, সেগুলিকে গুরুত্ব দিলে, সেগুলি চিকিৎসকদের আরও বেশি কাজে লাগবে । এবং সেটাই চিকিৎসকদের প্রতি যথার্থ সম্মান জানানো হবে ।"

উল্লেখ্য, নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, নার্স, প্যারামেডিকেল কর্মীসহ কোরোনা যোদ্ধাদের জন্য 1 জুলাই সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হল । তাঁদের সম্মান জানিয়ে, তাঁদের কাজকে মনে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Last Updated : Jul 1, 2020, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details